ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ১৯: ১০

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঈদুল আজহায় ঘরমুখো মানুষের চাপ বাড়লেও এখন পর্যন্ত বড় ধরনের কোন যানজট হয়নি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন, স্বেচ্ছাসেবকের কঠোর অবস্থানের কারণে এখন পর্যন্ত বড় দলের কোন যানজটের কবলে পড়তে হয়নি যাত্রীদের ।

বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে দেখা যায় কুমিল্লা চান্দিনার ইলিয়টগঞ্জ ও মাধাইয়া ও দাউদকান্দি উপজেলার গোরীপুর বাজারে কিছু টা যানজটের সৃষ্টি হয়েছে গরুর বাজারের কারণে। এছাড়া কুমিল্লা অংশে কোন যানজট নেই।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, এবার ঈদে যাত্রীদের বিড়ম্বনা ও ডাকাতের উৎপাত কমাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ৩৩ টি স্থানকে ডাকাতি প্রবন ও ২৯ টি স্থানকে দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কুমিল্লা বুড়িচং উপজেলার রাজাপুর এলাকার মোতাহার গার্মেন্টস কর্মী দৈনিক আমার দেশকে বলেন, দুই ঘণ্টায় ঢাকা থেকে কুমিল্লা আলেখারচর বিশ্বরোড এসে নামলাম। মহাসড়কে প্রচুর গাড়ি চলাচল করছে । কিন্তু তেমন যানজট চোখে পড়েনি।

কুমিল্লা আলেখারচর এলাকায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে রোভার স্কাউটের শাকিব। তিনি জানান, সকাল আটটা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আলেখারচর বিশ্বরোড এলাকায় দায়িত্ব পালন করছি। স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি গাড়ি চলাচল করছে। এখনো পর্যন্ত কোনো যানজট হয়নি এই এলাকায়।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. খায়রুল আলম দৈনিক আমার দেশকে বলেন, মহাসড়কে কোন ধরনের দুর্ঘটনা না ঘটলে যানজট হওয়ার কোন সুযোগ নেই। প্রত্যেকটি পয়েন্টে আমাদের পুলিশ অবস্থান করছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০৪ কিলোমিটার এলাকায় যানজট নিরসনে গুরুত্বপূর্ণ পয়েন্টকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করা হয়েছে বলে জানান তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত