আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সীতাকুণ্ডে সাংবাদিকের ওপর হামলা, ফেসবুকে দায় স্বীকার

চট্টগ্রাম ব্যুরো
সীতাকুণ্ডে সাংবাদিকের ওপর হামলা, ফেসবুকে দায় স্বীকার

চট্টগ্রামের সীতাকুণ্ডে লিটন কুমার চৌধুরী নামে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে দুর্বৃত্তরা। পরে আবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দায়ও স্বীকার করেছে দুর্বৃত্তরা। শুধু তাই নয়, সাংবাদিককে মারধরের পর বাজারে মিছিল বের করা হয়।

বিজ্ঞাপন

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সীতাকুণ্ড পৌর সদরের কলেজ রোডে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় লিটন চৌধুরীকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

জানা যায়, রোববার সন্ধ্যা সাতটায় কয়েকজন দুর্বৃত্ত সাংবাদিক লিটন কুমার চৌধুরীকে তার কলেজ রোডস্থ বাড়ির সামনে থেকে আটক করে কলেজ রোডের মুখে এনে মারধর শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন দুর্বৃত্ত লিটন চৌধুরীকে এলোপাতাড়ি চড়-থাপ্পড়, কিল-ঘুষি মারছে। এ সময় তারা তার শার্টের কলার টেনেহিঁচড়ে ছিঁড়ে ফেলে।

খোঁজ নিয়ে জানা যায়, লিটন চৌধুরীকে থানায় সোপর্দ করলেও সাংবাদিকদের প্রতিনিধি দল গিয়ে তাকে থানা থেকে ছাড়িয়ে আনে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে চমেক হাসপাতালে রেফার করেন। এদিকে লিটন চৌধুরীকে মারধরের পর মো. আসাদ নামে একজন ফেসবুকে স্বীকারোক্তি দিয়েছে।

অপরদিকে সাংবাদিক লিটন চৌধুরীর ওপর হামলার নিন্দা জানিয়েছে সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকরা। তারা বলেছেন, দুর্বৃত্তরা লিটন চৌধুরীর ওপর হামলা করেছে। এটি পুরো সাংবাদিক সমাজের ওপর হামলা। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে হবে।

লিটন চৌধুরীর বড় ভাই পলাশ চৌধুরী জানান, লিটন শহর থেকে গিয়ে বাড়ির সামনে বন্ধুর সাথে চা খাচ্ছিলো। এ সময় একদল দুর্বৃত্ত তাকে মারধর করে। তার মাথায় বেশ কয়েকটি সেলাই দেয়া হয়েছে। চমেক হাসপাতালে সিটিস্ক্যান করানো হয়েছে তার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন