১৭ বছর পর উখিয়ায় জামায়াতের কার্যালয় চালু

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১৭: ৩৪

কক্সবাজারের উখিয়ায় ১৭ বছর পর জামায়াতে ইসলামী তাদের দলীয় কার্যালয় পুনরায় চালু করেছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার কোর্টবাজারে সালাম বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এ কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

বিজ্ঞাপন

উদ্বোধনকালে তিনি বলেন, জামায়াতে ইসলামী সব সময় ইসলাম, দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। দীর্ঘদিন পর উখিয়া আমাদের সাংগঠনিক কার্যক্রমের নতুন দিগন্ত উন্মোচিত হলো। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাবো, ইনশাআল্লাহ। জনগণের আস্থা ও ভালোবাসায় জামায়াত আবারো মাঠে শক্ত অবস্থানে ফিরবে।

এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, এই কার্যালয় উখিয়ার ইসলামপ্রিয় জনগণের হৃদয়ের প্রতীক। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সমাজে ন্যায়, আদর্শ ও সততার রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করে যাব। উখিয়ায় জামায়াতের এই পুনর্জাগরণ আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা জনগণের পাশে থেকে উন্নয়ন ও মানবিক সেবায় অবদান রাখতে চাই।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আসির মাওলানা আবুল ফজল, নায়েবে আমির মাওলানা নুরুল হক, সাধারণ সম্পাদক সুলতান আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিদুয়ানুল হক জিসান, সাবেক শিবির সভাপতি আব্দুল্লাহ আল জুবায়েরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

গাজায় মৃত ৬৯ হাজার ছাড়িয়েছে, ধ্বংসস্তূপে এখনো লাশ

১৫ দিনে আফগানিস্তানে ফিরেছে দেড় লাখ শরণার্থী, নেপথ্যে কী

হিন্দুস্তান টাইমসকে হাসিনা: অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভু'ল ছিল

গণহত্যা ঢাকতে চ্যাটজিপিটি-গির্জা, কোটি ডলারের খেলা

তরুণরা সজাগ থাকলে আর কোনো শাসক ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত