ওসির পরিচয়ে টিভি-ফ্রিজ নিয়ে যাওয়া প্রতারক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১৫: ৪৬
আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৬: ১৫

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হোয়াটসঅ্যাপে ওসির ছবি ব্যবহার করে উপজেলার বটতলী ও বন্দর সেন্টার মহাল খাঁন বাজারের দুইটি শো-রুম থেকে টিভি, ফ্রিজ ও দুটি নিয়ে যাওয়া দুই প্রতারকের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

গতকাল সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে নিয়ে যাওয়া মালামাল। অপর প্রতারককেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপে ওসির ছবি, ফ্রিজ-টিভি-ফ্যান নিয়ে লাপাত্তা প্রতারক

আটক প্রতারক কোতোয়ালি থানার মৃত মো. করিমের ছেলে মো. সুমন (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, ওসির পরিচয়ে দুটি ইলেকট্রনিক শো-রুম থেকে স্মার্ট টিভি, ফ্রিজ ও দুটি ফ্যান ক্রয় করে টাকা দিয়ে লাপাত্তা হওয়ার ঘটনায় একটি স্মার্ট টিভি, ফ্রিজ ও একটি ফ্যান উদ্ধারসহ একজন প্রতারককে আটক করা হয়। অন্য আরেকজন প্রতারককে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত