লোহাগাড়া থেকে ইসকন সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ২০: ১৪

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির আন্দোলনে সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় টিটু মহাজন নামে এক ইসকন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে একটি সংস্থা। সোমবার বিকেলে লোহাগাড়া থানার কলাউজান এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান আমার দেশকে নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর একটি টিম ইন্টেলিজেন্স ইউনিটের সহায়তায় ওই ইসকন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে লোহাগাড়া থানায় আছেন। চট্টগ্রাম থেকে ডিবির টিম এসে নিয়ে যাবে।

বিজ্ঞাপন

গত বছরের ২৭ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তিরে আন্দোলনে সংঘর্ষের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়। এসব মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪০০ জনকে আসামি করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানান ওসি আরিফুর রহমান।

এমএস

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত