বিদেশে পালানোর সময় যুবলীগ নেতা শাহীন আটক

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১৮: ৩৭
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১৮: ৩৮

বিদেশে পালানোর সময় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ানকে (শাহীন) আটক করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার তাকে কোর্টে প্রেরণ করে ফরিদগঞ্জ থানা পুলিশ।

‎বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, রাতে বিমান বন্দরে আটক হওয়ার পর আমরা দ্রুত তাকে ফরিদগঞ্জ থানায় নিয়ে আসি। ২০২২ সালে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের হামলা ও ভাংচুর মামলার (১৮/৪০, তাং- ২০/২/২০২৫) ধারা ১৯৩৮) আসামি হিসেবে গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

‎উল্লেখ্য, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের বিস্বস্তজনের একজন ছিলেন। ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালী গ্রামের সাবেক ওয়ার্ড কাউন্সিলার আবুল হোসেনের ছেলে আবু সুফিয়ান শাহীন। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। কাতার যাওয়ার জন্য তিনি বৃহস্পতিবার রাতে ঢাকা বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত