
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগুন দিয়েছে বিএনপি নেতাকর্মীদের একাংশ। সোমবার সন্ধ্যা সাতটায় উপজেলার ভাটিয়ারী, জলিল, বায়েজিদ লিংক রোড় এলাকায় মহাসড়কে আগুন দিয়ে বিক্ষোভ শুরু করে নেতাকর্মীরা৷
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে ২৩৭ আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করেন৷ এতে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, পাহাড়তলী, আকবরশাহ আংশিক) আসনে লায়ন আসলাম চৌধুরীর নাম ঘোষণা হয়নি৷ এই আসনে মনোনয়ন পেয়েছেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন। মনোনয়ন ঘোষণার পরপর উত্তপ্ত হয়ে ওঠে সীতাকুণ্ড উপজেলা৷
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ হাটে-বাজারে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়৷ এসময় আসলাম চৌধুরীর মনোনয়ন না পাওয়াকে মেনে নেবে বলেও অনেক নেতাকর্মী ঘোষণা দেন৷ পরে সন্ধ্যা সাতটায় মহাসড়কের ভাটিয়ারী, জলিল গেট, বায়েজিদ লিংক রোড়সহ বেশ কয়েকটি এলাকায় আগুন দিতে থাকে আসলাম চৌধুরীর সমর্থকরা৷
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নে কয়েক হাজার নেতাকর্মী মহাসড়ক অবরোধ করেছে। জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেছে। কোথাও কোথাও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ভাটিয়ারী বাজারে কয়েকশো নেতাকর্মী জড়ো হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করছেন। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয়৷ তীব্র যানজট। নেতাকর্মীরা আসলাম ভাই, আসলাম ভাই বলে স্লোগান দিতে থাকেন।
উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর বলেন, আসলাম চৌধুরী দলের জন্য জীবন-যৌবন শেষ করে দিয়েছেন। তিনি শতাধিক মামলায় দীর্ঘ নয় বছর কারাগারে ছিলেন। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আর্থিকভাবে ধ্বংস হওয়ার পাশাপাশি পারিবারিকভাবেও ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছেন। তার মতো ত্যাগী নেতা বিএনপিতেও কম আছে। সীতাকুণ্ডে তার কোনো বিকল্প নেই। অথচ ভুল মানুষকে মনোনয়ন দিয়েছে দল। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বহু অভিযোগ রয়েছে। তিনিও আরো বলেন অবিলম্বে দলের চেয়ারপার্সন তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের হাই কমান্ডকে এই আসনের বিষয়ে ভাবতে হবে।
এ বিষয়ে তাৎক্ষণিক পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগুন দিয়েছে বিএনপি নেতাকর্মীদের একাংশ। সোমবার সন্ধ্যা সাতটায় উপজেলার ভাটিয়ারী, জলিল, বায়েজিদ লিংক রোড় এলাকায় মহাসড়কে আগুন দিয়ে বিক্ষোভ শুরু করে নেতাকর্মীরা৷
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে ২৩৭ আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করেন৷ এতে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, পাহাড়তলী, আকবরশাহ আংশিক) আসনে লায়ন আসলাম চৌধুরীর নাম ঘোষণা হয়নি৷ এই আসনে মনোনয়ন পেয়েছেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন। মনোনয়ন ঘোষণার পরপর উত্তপ্ত হয়ে ওঠে সীতাকুণ্ড উপজেলা৷
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ হাটে-বাজারে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়৷ এসময় আসলাম চৌধুরীর মনোনয়ন না পাওয়াকে মেনে নেবে বলেও অনেক নেতাকর্মী ঘোষণা দেন৷ পরে সন্ধ্যা সাতটায় মহাসড়কের ভাটিয়ারী, জলিল গেট, বায়েজিদ লিংক রোড়সহ বেশ কয়েকটি এলাকায় আগুন দিতে থাকে আসলাম চৌধুরীর সমর্থকরা৷
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নে কয়েক হাজার নেতাকর্মী মহাসড়ক অবরোধ করেছে। জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেছে। কোথাও কোথাও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ভাটিয়ারী বাজারে কয়েকশো নেতাকর্মী জড়ো হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করছেন। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয়৷ তীব্র যানজট। নেতাকর্মীরা আসলাম ভাই, আসলাম ভাই বলে স্লোগান দিতে থাকেন।
উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর বলেন, আসলাম চৌধুরী দলের জন্য জীবন-যৌবন শেষ করে দিয়েছেন। তিনি শতাধিক মামলায় দীর্ঘ নয় বছর কারাগারে ছিলেন। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আর্থিকভাবে ধ্বংস হওয়ার পাশাপাশি পারিবারিকভাবেও ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছেন। তার মতো ত্যাগী নেতা বিএনপিতেও কম আছে। সীতাকুণ্ডে তার কোনো বিকল্প নেই। অথচ ভুল মানুষকে মনোনয়ন দিয়েছে দল। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বহু অভিযোগ রয়েছে। তিনিও আরো বলেন অবিলম্বে দলের চেয়ারপার্সন তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের হাই কমান্ডকে এই আসনের বিষয়ে ভাবতে হবে।
এ বিষয়ে তাৎক্ষণিক পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম-৪ আসনে (সীতাকুণ্ড, পাহাড়তলী, আকবরশাহ আংশিক) দলীয় মনোনয়ন না পেয়ে সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আসলাম চৌধুরীর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর) বিএনপি ও জামায়াতে ইসলামী থেকে আপন দুই ভাই প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।
২ ঘণ্টা আগে
ঝালকাঠি -০২ (সদর-নলছিটি) আসনে সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
দিনাজপুর—১ (বীরগঞ্জ - কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে মঞ্জুরুল ইসলাম মুঞ্জুর নাম ঘোষণা করায় তৎক্ষণিক শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান। সোমবার ফেসবুক পোস্টে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
৩ ঘণ্টা আগে