কুরুচিপূর্ণ স্লোগান

নোয়াখালীর বাস আটকে দিল কুমিল্লার বিক্ষুব্ধ জনতা, যেভাবে রক্ষা

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ২১: ২৭

নোয়াখালী বিভাগের দাবিতে বিক্ষোভে অংশ নিয়ে ঢাকা থেকে ফেরার পথে কুরুচিপূর্ণ স্লোগান দেয়ায় নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস আটকে দিয়েছে কুমিল্লার বিক্ষুব্ধ জনতা।

বিজ্ঞাপন

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় লাল সবুজ নামের বাসটি আটকে দেয়া হয়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ‘সরি’ বলায় বাসটি ছেড়ে দেন বিক্ষুব্ধরা।

কুমিল্লা জেলা পুলিশের দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুস্তাইন বিল্লাহ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঢাকায় বিভাগের আন্দোলন শেষে বাসে করে নোয়াখালীর দিকে ফিরেন আন্দোলনে অংশ নেওয়া নোয়াখালীর মানুষ। শনিবার সন্ধ্যায় নোয়াখালী ফেরার পথে কুমিল্লা অংশে এলে কুমিল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিতে থাকেন বাসের জানালা খুলে। তাতে ক্ষুব্ধ হন কুমিল্লার বিভাগ আন্দোলনের অংশীজনরা।

সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালীগামী লাল সবুজ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এলে ফুটওভার ব্রিজের নীচে আটক করেন কুমিল্লার বিক্ষুব্ধ জনতা।

পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার নূর মোহাম্মদ মজুমদার নামে এক যুবদল নেতা জানান, নোয়াখালীগামী একটি বাস থেকে কুরুচিপূর্ণ কথা বলায় স্থানীয়রা বাসটি আটকে দেয়। পরে স্থানীয় ও প্রশাসনের সহযোগিতায় বাসটি ছেড়ে দেওয়া হয়। এই মুহূর্তে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম ঘটনাস্থলে যান ফোর্স নিয়ে। পরে স্থানীয় গণ্যমান্যদের মাধ্যমে কুরুচিপূর্ণ স্লোগান দেয়া নোয়াখালীর মানুষেরা ‘সরি’ বলায় বাসটিকে ছেড়ে দেন আটককারীরা।

সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, বাসে থাকা লোকজন জানালা দিয়ে মাথা বের করে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় বিক্ষুব্ধরা বাসটিকে আটক করেন। পরে সরি বলায় বাসটি ছেড়ে দেন বিক্ষুব্ধরা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত