কুরুচিপূর্ণ স্লোগান

জেলা প্রতিনিধি, কুমিল্লা

নোয়াখালী বিভাগের দাবিতে বিক্ষোভে অংশ নিয়ে ঢাকা থেকে ফেরার পথে কুরুচিপূর্ণ স্লোগান দেয়ায় নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস আটকে দিয়েছে কুমিল্লার বিক্ষুব্ধ জনতা।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় লাল সবুজ নামের বাসটি আটকে দেয়া হয়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ‘সরি’ বলায় বাসটি ছেড়ে দেন বিক্ষুব্ধরা।
কুমিল্লা জেলা পুলিশের দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুস্তাইন বিল্লাহ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঢাকায় বিভাগের আন্দোলন শেষে বাসে করে নোয়াখালীর দিকে ফিরেন আন্দোলনে অংশ নেওয়া নোয়াখালীর মানুষ। শনিবার সন্ধ্যায় নোয়াখালী ফেরার পথে কুমিল্লা অংশে এলে কুমিল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিতে থাকেন বাসের জানালা খুলে। তাতে ক্ষুব্ধ হন কুমিল্লার বিভাগ আন্দোলনের অংশীজনরা।
সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালীগামী লাল সবুজ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এলে ফুটওভার ব্রিজের নীচে আটক করেন কুমিল্লার বিক্ষুব্ধ জনতা।
পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার নূর মোহাম্মদ মজুমদার নামে এক যুবদল নেতা জানান, নোয়াখালীগামী একটি বাস থেকে কুরুচিপূর্ণ কথা বলায় স্থানীয়রা বাসটি আটকে দেয়। পরে স্থানীয় ও প্রশাসনের সহযোগিতায় বাসটি ছেড়ে দেওয়া হয়। এই মুহূর্তে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম ঘটনাস্থলে যান ফোর্স নিয়ে। পরে স্থানীয় গণ্যমান্যদের মাধ্যমে কুরুচিপূর্ণ স্লোগান দেয়া নোয়াখালীর মানুষেরা ‘সরি’ বলায় বাসটিকে ছেড়ে দেন আটককারীরা।
সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, বাসে থাকা লোকজন জানালা দিয়ে মাথা বের করে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় বিক্ষুব্ধরা বাসটিকে আটক করেন। পরে সরি বলায় বাসটি ছেড়ে দেন বিক্ষুব্ধরা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।

নোয়াখালী বিভাগের দাবিতে বিক্ষোভে অংশ নিয়ে ঢাকা থেকে ফেরার পথে কুরুচিপূর্ণ স্লোগান দেয়ায় নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস আটকে দিয়েছে কুমিল্লার বিক্ষুব্ধ জনতা।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় লাল সবুজ নামের বাসটি আটকে দেয়া হয়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ‘সরি’ বলায় বাসটি ছেড়ে দেন বিক্ষুব্ধরা।
কুমিল্লা জেলা পুলিশের দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুস্তাইন বিল্লাহ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঢাকায় বিভাগের আন্দোলন শেষে বাসে করে নোয়াখালীর দিকে ফিরেন আন্দোলনে অংশ নেওয়া নোয়াখালীর মানুষ। শনিবার সন্ধ্যায় নোয়াখালী ফেরার পথে কুমিল্লা অংশে এলে কুমিল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিতে থাকেন বাসের জানালা খুলে। তাতে ক্ষুব্ধ হন কুমিল্লার বিভাগ আন্দোলনের অংশীজনরা।
সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালীগামী লাল সবুজ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এলে ফুটওভার ব্রিজের নীচে আটক করেন কুমিল্লার বিক্ষুব্ধ জনতা।
পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার নূর মোহাম্মদ মজুমদার নামে এক যুবদল নেতা জানান, নোয়াখালীগামী একটি বাস থেকে কুরুচিপূর্ণ কথা বলায় স্থানীয়রা বাসটি আটকে দেয়। পরে স্থানীয় ও প্রশাসনের সহযোগিতায় বাসটি ছেড়ে দেওয়া হয়। এই মুহূর্তে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম ঘটনাস্থলে যান ফোর্স নিয়ে। পরে স্থানীয় গণ্যমান্যদের মাধ্যমে কুরুচিপূর্ণ স্লোগান দেয়া নোয়াখালীর মানুষেরা ‘সরি’ বলায় বাসটিকে ছেড়ে দেন আটককারীরা।
সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, বাসে থাকা লোকজন জানালা দিয়ে মাথা বের করে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় বিক্ষুব্ধরা বাসটিকে আটক করেন। পরে সরি বলায় বাসটি ছেড়ে দেন বিক্ষুব্ধরা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।

খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
৪ মিনিট আগে
আমি শিবগঞ্জের মানুষ, আমার নিবন্ধনকৃত দল রয়েছে, আমার নিজস্ব মার্কা রয়েছে, আমি শিবগঞ্জ থেকেই ভোট করব। যদি নাগরিক ঐক্য সরকার গঠন করতে পারে তাহলে বয়স্কদের প্রতিমাসে ১০০০ টাকা বয়স্ক ভাতা প্রদান করা হবে।
১৪ মিনিট আগে
জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে গাইবান্ধার সাঘাটায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী যুব বিভাগ।
১৬ মিনিট আগে
পৌর ছাত্রদলের সেক্রেটারি ইবনে আজাদ কমলকে প্রকাশ্যে দিনের-আলোয় পিটিয়ে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। এছাড়াও যুবদল নেতা শাকিলকে ট্রেন থেকে নামিয়ে পিটিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। যারা হত্যার সাথে জড়িত, সেসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার করা হবে।
১৯ মিনিট আগে