আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাক উল্টে পটিয়ার দুই পানচাষী নিহত

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)
ট্রাক উল্টে পটিয়ার দুই পানচাষী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে পান বোঝাই একটি মিনি ট্রাক উল্টে পটিয়া উপজেলার দুই পানচাষী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়েছেন। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

নিহতরা হলেন পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা পানচাষী কমল চৌধুরী (৫৭) ও সমীর চৌধুরী (৫৪)। আহতরা হলেন একই এলাকার তপন চৌধুরী (৪৫), উজ্জ্বল চৌধুরী (৫১), ভোলা চৌধুরী (৫৫) ও বাদল (৪৫)। আহত তপন চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

১৩ ডিসেম্বর শনিবার রাত পৌনে ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামের বেশ কয়েকজন পানচাষী নিয়মিতভাবে সপ্তাহে দুই থেকে তিনবার তাদের ক্ষেতের পান মিরসরাইয়ের মিঠাছড়া বাজারে বিক্রির জন্য মিনি ট্রাকে করে নিয়ে যান। শনিবার রাতেও পান-ভর্তি ট্রাকটি বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পথে সীতাকুণ্ড মাইলের মাথা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কমল ও সমীর চৌধুরীর মৃত্যু হয়।

হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা পল্লী চিকিৎসক রূপক নন্দী জানান, আমাদের এলাকার পানচাষীরা প্রতিরাতে মিনি ট্রাকে করে মিঠাছড়া বাজারে পান নিয়ে যান। ট্রাকটি উল্টে যাওয়ার ঘটনায় দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং অন্যরা গুরুতর আহত হন।

সীতাকুণ্ড বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। তবে সড়ক পরিবহন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত দুই ব্যবসায়ীর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ডাকসুর

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

আত্মঘাতী গোলে আর্সেনালের নাটকীয় জয়

বুদ্ধিজীবী হত্যার ধারাবাহিকতায় মুজিববাদ প্রতিষ্ঠিত হয়: নাঈম আহমাদ

আসামিরা গ্রেপ্তার না হলে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি

এলাকার খবর
খুঁজুন