আমার দেশ এ সংবাদ প্রকাশের পর ফেনীর তাঁতীদল নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২১: ১৯

অটোরিকশা ছিনতাই মামলায় গ্রেপ্তারের পর ফেনী পৌর তাঁতীদলের যুগ্ম-আহ্বায়ক ইয়াছিন মানিককে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে ফেনী জেলা তাঁতীদলের আহ্বায়ক সারওয়ার জাহান শ্রাবণ ও সদস্য সচিব মো. ইয়াছিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ইয়াছিন মানিককে তাঁতীদল থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে আমার দেশ অনলাইনে ‘ফেনীতে ছিনতাই মামলায় তাঁতীদল নেতাসহ গ্রেপ্তার ৬’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সংগঠনটি এই সিদ্ধান্ত নেয়।

মামলার পটভূমি

গত ৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে অটোরিকশা চালক শাহিদ (১৭) যাত্রীবেশে ওঠা কয়েকজন ছিনতাইকারীর হাতে আক্রান্ত হন। ফতেপুর ফ্লাইওভারের নিচে তারা চালককে ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় শাহিদ ফেনী মডেল থানায় মামলা করেন।

পরে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এমদাদুল ইসলাম পাভেল (২১), মনোহর আলী মনা (২১) ও মো. রাশেদ (১৯)-কে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ফেনী পৌর তাঁতীদলের যুগ্ম-আহ্বায়ক মো. ইয়াছিন মানিক ও এনামুল হককে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম জানান, ছিনতাই হওয়া অটোরিকশাটি মানিকের কাছে হস্তান্তরের প্রমাণ মিলেছে। তার দেখানো স্থান থেকে রিকশার তিনটি খণ্ডিত বডি, তিনটি চাকা ও চারটি ব্যাটারি উদ্ধার করা হয়। রোববার বিকেলে গ্রেপ্তার সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত