হাজীগঞ্জে শিয়ালের কামড়ে আহত ৯

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১৫: ৪০

চাঁদপুরের হাজীগঞ্জে শিয়ালের কামড়ে ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে আহত বারেক ব্যাপারীর অবস্থা সংকটাপন্ন। শনিবার (২৮ জুন) সকালে উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামের ব্যাপারী বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহতরা হলেন ব্যাপারী বাড়ির বারেক ব্যাপারী (৬০), রনি (২০), জসিম ব্যাপারী (৩০), রেহান উদ্দিন (২০), হাছান ব্যাপারী (১৫), রুবেল হোসেন (৪০), আবু তাহের (৪০), আব্দুল লতিফ (৪০), রুবেল হোসেন (২৮)

স্থানীয়রা জানান, ওই গ্রামের গাছগাছালির ভিতরে মাটির ডিবিতে ১৫-২০টি শিয়ালের বাসা রয়েছে বলে তাদের ধারণা। এদিন ভোর না হতেই দুটি শিয়াল একত্রিত হয়ে গ্রামবাসীকে কামড়াতে শুরু করে। এতে আহত আহত হন নয়জন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সাবেক ইউপি সদস্য কালাম ব্যাপারী ও কবির হোসেন মোল্লা জানান, ভোরে লোকজন ঘুম থেকে উঠে রাস্তায় এলে দুটি শিয়াল যাকে সামনে পেয়েছে তাকেই কামড়ে দিয়েছে। অনেকে লাঠিসোঁটা দিয়ে প্রতিহত করে রক্ষা পায়।

স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জানান, শিয়ালের কামড়ে আহত বারেক ব্যাপারীর অবস্থা একটু বেশি খারাপ। বন্যপ্রাণী আইন রক্ষা করে কীভাবে শিয়াল প্রতিহত করা যায় সেটি আমরা গ্রামবাসী মিলে ব্যবস্থা নেবো।

উপজেলা বন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, শিয়াল ধরে বনে ছেড়ে দেয়া আমাদের কাজ। কিন্তু আমাদের কোনো জনবল না থাকাতে তা সম্ভব হচ্ছে না। তবে স্থানীয়রা শিয়াল ধরে দিলে আমরা বনে অবমুক্ত করে দেবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন জানান, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখি কী করা যায়।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত