ঢাকায় ব্যবসায়ী হত্যা: চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ২২: ২৭

ঢাকার মিটফোর্ড এলাকায় একটি দলের পরিচয়ে চাঁদাবাজদের হাতে এক ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার রাত ৮টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সামনে এ কর্মসূচি আয়োজন করে।

সমাবেশজুড়ে ছিল চাঁদাবাজি ও রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ। বক্তৃতার পাশাপাশি বারবার উঠেছে নানা প্রতিবাদী স্লোগান। আন্দোলনকারীরা হাত উঁচিয়ে সমস্বরে ধ্বনি দেন—চাঁদাবাজদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার, খুনিদের বিচারের চাই।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা বলেন, আওয়ামী লীগ অনুকরণে এখন একটি দল মানুষ খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতি চালাচ্ছে। চাঁদাবাজি চলবে না, চলবে না' 'আওয়ামী লীগ গেছে যে পথে, দল যাবে সে পথে'—এই ধরনের স্লোগান দেন তারা সমাবেশে।

বক্তারা সকলেই অভিযোগ করেন, যারা জননিরাপত্তা ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকেই রুখে দাঁড়াতে হবে। তারা ঘোষণা দেন, 'জুলাইয়ের বিপ্লবীরা ঘরে বসে থাকবে না, রাজপথেই এর জবাব দেওয়া হবে।'

সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের মুখ্য-সংগঠক তাওসিফ ইমরোজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আদনান ও আরমান শাহরিয়ার সৌরভ এবং যুগ্ম সদস্য সচিব সিয়াম এলাহি, দক্ষিণ জেলার আহবায়ক জোবাইয়ের হোসেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত