আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সৌদি প্রবাসী হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

সৌদি প্রবাসী হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

কুমিল্লার চৌদ্দগ্রামে সৌদি প্রবাসী হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রামে মহাসড়ক অবরোধের পর মানববন্ধন করেছেন স্থানীয়রা। শনিবার সকালে এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

কর্মসূচিতে বক্তব্য রাখেন নিহত আবু বক্কর আসিফের মা আলেয়া বেগম, নানি রুপিয়া বেগম, স্থানীয় তোফায়েল আহমেদ জুয়েল, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম সুমন, মোজাম্মেল হক অপু, শহীদ মিয়া, আনোয়ার হোসেন, এয়াছিন মিয়া, মফিজ মেম্বার, রফিকুল ইসলাম, রাশেদ মিয়া প্রমুখ।

নিহত আবু বক্কর আসিফের ছোট ভাই আরাফাত হোসেন বলেন, আবু বক্কর প্রকাশ আসিফ দীর্ঘ বছর সৌদিআরবে ছিলেন। দুই মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন। গত ২৭ অক্টোবর জেলার সদর দক্ষিণ উপজেলার আবদুল্লাহপুর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার সুইটিকে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন। গত ৮ নভেম্বর দুপুরে তিনি নববিবাহিত স্ত্রীকে নিয়ে শ্বশুড় বাড়িতে বেড়াতে যান। একই দিন সন্ধ্যায় শ্যালক শান্তসহ আসিফ অলির বাজারে ঘুরতে যান। কিছুক্ষণ পর পায়ে হেঁটে তারা আবদুল্লাহপুরে শ্বশুড় বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। আবদুল্লাহপুর এলাকায় সাদিয়া দারুল উলুম মাদরাসার সামনে পৌঁছালে কিশোর গ্যাং লিডার বাপ্পি ও পারভেজ নামে দুই যুবক আসিফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেয়া হলে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আবু বক্কর প্রকাশ আসিফ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর কেন্ডা গ্রামের ফটিক মিয়ার ছেলে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি সদর দক্ষিণ থানার। তবুও স্বজনরা মামলা করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। রেমিটেন্সযোদ্ধার স্বজন ও এলাকাবাসী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে। আইনগত সহযোগিতা করবো, এমন আশ্বাসের পর স্বজনরা সড়ক ছেড়ে দেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন