আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফেনীতে যুবদল নেতাকে হত্যার চেষ্টা

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে যুবদল নেতাকে হত্যার চেষ্টা

ফেনীতে নাসির উদ্দীন নামে এক যুবদল নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের সালাম নগর এলাকায় এ হত্যা চেষ্টা চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দলীয় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত স্থানীয় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসিরকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর সমর্থক।

বিজ্ঞাপন

দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজীম বিষয়টি নিশ্চিত করে জানান, জড়িতদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে, রাত ১০টা পর্যন্ত এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন