মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা, ছাত্রদল সহ-সভাপতির পদত্যাগ

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৮: ৫৪

ঢাকার মিটফোর্ড হাসপাতালে সামনে যুবদল নেতা কর্তৃক হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুনটা ইউনিয়নের ছাত্রদলের সহ-সভাপতি আরমান মিয়া পদত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

আরমান মিয়া চুনটা ইউনিয়নের রসুলপুর গ্রামের মামুন মিয়ার ছেলে।

এ ব্যাপারে আরমান মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি আরমান মিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ইদানিং দেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের লোকজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে বেরিয়ে চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। দলের আদর্শে কাজ করছে না তাই আমি ব্যক্তিগতভাবে এই দলে আর কাজ করবো না। বিশেষ করে মিটফোর্ড হাসপাতালের সামনের ঘটনাটি আমাকে ব্যথিত করেছে। আমি এই ভিডিওটি দেখার পর আমার কাজকর্ম সব থেমে গেছে। আমরা ১৭ বছর দলের জন্য কাজ করেছি পালিয়ে থেকেছি অনেক নির্যাতন হয়েছে আমাদের উপর এখন এই দলের কিছু লোকজন এসব এই ধরনের অপকর্ম করছে। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি আর এই দলের সাথে থাকবো না যে দলের নেতাকর্মীরা চাঁদাবাজি খুনসহ বিভিন্ন অপকর্মে জড়িত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত