উপজেলা প্রতিনিধি, থানচি (বান্দরবান)
বান্দরবানে ৬৯ পদাতিক ব্রিগেডের অধীন ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সহায়তায় দীর্ঘ ১ বছর পর থানচি উপজেলা সীমান্তের থানচি রেমাক্রী প্রাংসা ইউনিয়নের থান্দুইপারা (বম পাড়া) এক পরিবারের আরো সাত সদস্য নিজ বাড়িতে ফিরেছেন।
শুক্রবার দুপুরে রেমাক্রী প্রাংসা ইউনিয়নের থান্দুইপারা (বমপাড়া) প্রবেশ করেন তারা।
এ সময় পাড়াবাসীকে সেনাবাহিনীর বাকলাই পাড়া সেনাক্যাম্পের সেনাসদস্যগন প্রস্তুতকরা খাবার পরিবেশন করা হয়। এছাড়া আগত পরিবারকে আর্থিক সহযোগিতা, চিকিৎসা সহায়তা ছাড়াও তাদের মাঝে শুকনা রসদ চাল আটা চিনি তেল ডাল লবণ চা-পাতা ও মসলা প্রদান করা হয়।
থান্দুইপারা পাড়ার কারবারি জানান, ২০২৩ সালে মাঝামাঝি হতে পাড়ায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যদের অত্যাচার এবং নিপিড়নে ক্রমান্বয়ে পাড়া হতে অনেক পরিবার জীবন রক্ষার্থে পলায়ন করে। পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতায় ১৯ মার্চ ২০২৫ তারিখে পুনরায় পাঁচটি পরিবারের মোট ২৩
সদস্য, আমরা পাড়া পুনর্গঠন শুরু করি। এরই মাধ্যমে একটি একটি করে পরিবার পাড়ায় ফিরে আসছে। আমরা সেনাবাহিনীর সহযোগিতায় পুনরায় পাড়াটিকে আগের মত সুন্দর করতে পারব বলে আশা করি।’
নিজ বসতবাড়িতে ফিরে লাল বিয়াক সাং বম (৪০) বলেন, দীর্ঘ ১ বছর
ধরে তারা পাড়ায় আসতে পারেননি। সেনাবাহিনীর কারণে নিজ থান্দুইপারায় পরিবারসহ ফিরতে পেরে খুব আনন্দবোধ করছেন।
১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক জানান, বম জনগোষ্ঠীর প্রত্যাবর্তন, পুনর্বাসন ব্যবস্থা, আর্থিক সহযোগিতা, চিকিৎসা সহযোগিতা এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ ইত্যাদি ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সচেষ্ট ছিল, আছে এবং থাকবে। এছাড়াও
নিরাপত্তা সংক্রান্ত সকল বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে বলে তিনি ব্যক্ত করেন।
এমএস
বান্দরবানে ৬৯ পদাতিক ব্রিগেডের অধীন ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সহায়তায় দীর্ঘ ১ বছর পর থানচি উপজেলা সীমান্তের থানচি রেমাক্রী প্রাংসা ইউনিয়নের থান্দুইপারা (বম পাড়া) এক পরিবারের আরো সাত সদস্য নিজ বাড়িতে ফিরেছেন।
শুক্রবার দুপুরে রেমাক্রী প্রাংসা ইউনিয়নের থান্দুইপারা (বমপাড়া) প্রবেশ করেন তারা।
এ সময় পাড়াবাসীকে সেনাবাহিনীর বাকলাই পাড়া সেনাক্যাম্পের সেনাসদস্যগন প্রস্তুতকরা খাবার পরিবেশন করা হয়। এছাড়া আগত পরিবারকে আর্থিক সহযোগিতা, চিকিৎসা সহায়তা ছাড়াও তাদের মাঝে শুকনা রসদ চাল আটা চিনি তেল ডাল লবণ চা-পাতা ও মসলা প্রদান করা হয়।
থান্দুইপারা পাড়ার কারবারি জানান, ২০২৩ সালে মাঝামাঝি হতে পাড়ায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যদের অত্যাচার এবং নিপিড়নে ক্রমান্বয়ে পাড়া হতে অনেক পরিবার জীবন রক্ষার্থে পলায়ন করে। পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতায় ১৯ মার্চ ২০২৫ তারিখে পুনরায় পাঁচটি পরিবারের মোট ২৩
সদস্য, আমরা পাড়া পুনর্গঠন শুরু করি। এরই মাধ্যমে একটি একটি করে পরিবার পাড়ায় ফিরে আসছে। আমরা সেনাবাহিনীর সহযোগিতায় পুনরায় পাড়াটিকে আগের মত সুন্দর করতে পারব বলে আশা করি।’
নিজ বসতবাড়িতে ফিরে লাল বিয়াক সাং বম (৪০) বলেন, দীর্ঘ ১ বছর
ধরে তারা পাড়ায় আসতে পারেননি। সেনাবাহিনীর কারণে নিজ থান্দুইপারায় পরিবারসহ ফিরতে পেরে খুব আনন্দবোধ করছেন।
১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক জানান, বম জনগোষ্ঠীর প্রত্যাবর্তন, পুনর্বাসন ব্যবস্থা, আর্থিক সহযোগিতা, চিকিৎসা সহযোগিতা এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ ইত্যাদি ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সচেষ্ট ছিল, আছে এবং থাকবে। এছাড়াও
নিরাপত্তা সংক্রান্ত সকল বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে বলে তিনি ব্যক্ত করেন।
এমএস
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
২ ঘণ্টা আগে