আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ডাকাত দলের হামলায় ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ডাকাত দলের হামলায় ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় কে আর শিপ রিসাইক্লিং ইয়ার্ডে একদল ডাকাতের হামলায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন মোহাম্মদ খালেক প্রামাণিক রতন (৩৪) ও সাইফুল ইসলাম (৩৫)। তাদের মধ্যে একজনের মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিজ্ঞাপন

রোববার দিবাগত রাত ২টায় উপজেলার কুমিরা ঘাটঘরসংলগ্ন কে আর শিপ রিসাইক্লিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম।

তিনি বলেন, ‘গতকাল রাত ২টায় কে আর শিপ ইয়ার্ডে ডাকাতের দল হানা দিয়েছে। এতে দুজন মারা গেছেন। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে, তা আমরা তদন্ত করছি।’

জানা গেছে, নিহতরা গাইবান্ধা জেলার সাদুল্লাপুর সদর থানার আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রবিবার দুপুরে একটি স্ক্র্যাপ জাহাজ কাটিংয়ের জন্য ওই ইয়ার্ডে আনা হয়। রাত ২টায় ওই ইয়ার্ডে কালো ইঞ্জিনচালিত বোটযোগে একদল ডাকাত অস্ত্র নিয়ে হানা দেয়। এ সময় তারা জাহাজে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে।

এ সময় জাহাজে দায়িত্বে থাকা দুই নিরাপত্তা প্রহরী খালেক ও সাইফুল ডাকাতদের বাধা দিতে গেলে ডাকাতেরা তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তারা জাহাজের ওপর থেকে পানিতে পড়ে আহত হন এবং পরে মারা যান। খবর পেয়ে সীতাকুণ্ড থানার পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ এবং আরেকজনের দেহাংশ উদ্ধার করে। পরে মরদেহ দুটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ডাকাতির ঘটনায় দায়িত্বে থাকা দুই গার্ড নিহত হয়েছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

কে আর শিপ রিসাইক্লিং ইয়ার্ডের এমডি মো. তসলিম উদ্দিন বলেন, ‘আমাদের ইয়ার্ডে গতকাল রাতে ডাকাতদল হানা দিয়েছে। এ সময় ডাকাতেরা জাহাজে প্রবেশ করতে চাইলে আমাদের প্রহরী বাধা দেয়। একপর্যায়ে তারা সাগরে পড়ে যায়। এতে তারা আঘাত পেয়ে মারা গেছেন। জানতে চাইলে তিনি এ ঘটনায় তাদের কোনো দায় নেই বলে জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন