আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কর্ণফুলী টানেলের ভেতরে বাস উল্টে পাঁচজন আহত

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

কর্ণফুলী টানেলের ভেতরে বাস উল্টে পাঁচজন আহত

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের অভ্যন্তরে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তবে দুর্ঘটনায় টানেলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। শনিবার দুপুর ২টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন ফয়সাল (৪৫) শাহজাদী (২১) ফরুক (৫০) রানি আক্তার (৩১) মুন্তাসির (১২)।

এ ব্যাপারে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী,বলেন, টানেলের ভেতরে সড়ক দুর্ঘটনায় দুপুর দুইটার দিকে পাঁচজন আহত অবস্থায় আনা হয়। এর মধ্যে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। টানেলের ভেতরে স্বাভাবিক যান চলাচল বর্তমানে চালু রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন