চাঁদপুরে বেগম জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল নেমেছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ যোহর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাকে কেন্দ্র করে শহরজুড়ে নেমে আসে জনশ্রোত। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীর জানাজায় অংশ নেন।
এ সময় জানাজাস্থল এক আবেগঘন পরিবেশে পরিণত হয়। এ যেন শোক ও ভালোবাসার মিলনমেলা। তিনবারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজার আগে সংক্ষিপ্ত আলোচরা করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসাইন, সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া,গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, গণ অধিকার পরিষদের আহ্বায়ক কাজি রাসেল, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
গায়েবানা জানাজার নামাজ পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসাইন হাওলাদার। মোনাজাত পরিচালনা করেন হাফেজ অলিউল্লাহ খান।
ক্যাপশন:- চাঁদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠে বেগম জিয়ার গায়েবানা জানাজার একাংশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

