মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার পাতিলাপাড়া গ্রামের মৃত কুদ্দুস আলীর ছোট ছেলে আয়নাল হক (২৮) একটু সুখের আশায় দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। গত বছরের ৮ অক্টোবর সৌদি আরবের আভা শহরে কর্মস্থলে যাবার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন আয়নাল।
৯ মার্চ সাড়ে রাত ১১টায় মৃত্যুর ৫ মাস পর সৌদি আরব থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার কফিন আসে। সোমবার (১০ মার্চ) সকাল ৯টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
দেশে থাকাকালে আয়নাল কাঠমিস্ত্রির কাজ করতেন। সংসারের অভাব দূর করতেই সৌদি আরবে পাড়ি জমান তিনি। স্ত্রী ও দুই মেয়ে সন্তান রয়েছে তার। আয়নালকে হারিয়ে পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
আয়নালের বড় ভাই মো. ময়নাল হোসেন বলেন, বিমানবন্দর থেকে ভাইয়ের কফিন নিয়ে এনেছি। তাকে হারিয়ে আমরা শোকাহত। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন- এই দোয়াই করছি।

