৫ মাস পর এলো সৌদি আরবে নিহত আয়নালের লাশ

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১২: ৪৯

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার পাতিলাপাড়া গ্রামের মৃত কুদ্দুস আলীর ছোট ছেলে আয়নাল হক (২৮) একটু সুখের আশায় দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। গত বছরের ৮ অক্টোবর সৌদি আরবের আভা শহরে কর্মস্থলে যাবার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন আয়নাল।

বিজ্ঞাপন

৯ মার্চ সাড়ে রাত ১১টায় মৃত্যুর ৫ মাস পর সৌদি আরব থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার কফিন আসে। সোমবার (১০ মার্চ) সকাল ৯টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

দেশে থাকাকালে আয়নাল কাঠমিস্ত্রির কাজ করতেন। সংসারের অভাব দূর করতেই সৌদি আরবে পাড়ি জমান তিনি। স্ত্রী ও দুই মেয়ে সন্তান রয়েছে তার। আয়নালকে হারিয়ে পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

আয়নালের বড় ভাই মো. ময়নাল হোসেন বলেন, বিমানবন্দর থেকে ভাইয়ের কফিন নিয়ে এনেছি। তাকে হারিয়ে আমরা শোকাহত। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন- এই দোয়াই করছি।

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত