নোয়াখালীতে ছয়টি সংসদীয় আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ৪৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। তবে হেভিওয়েট কোন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।
শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি, তথ্যের অসঙ্গতি ও নির্বাচন বিধিমালা অনুযায়ী শর্ত পূরণ না করায় এসব মনোনয়ন বাতিল করা হয়। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নোয়াখালীর ছয়টি আসনে আসনে ৮৮ জন প্রার্থীর মধ্যে ৬২জন মনোনয়নপত্র জমা দেন । তাদের মধ্যে যাচাই বাছাই শেষে আমরা মোট বৈধ আবেদন পেয়েছি ৪৭টি। এর মধ্যে, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে ৭জন, নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে ৭ জন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে ৪ জন, নোয়াখালী-৪ ( সদর-সুবর্ণচর) আসনে ৭ জন, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ -কবিরহাট) আসনে ১১জন, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে বাতিলযোগ্য পেয়েছি ১৫টি ।
তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ১শতাংশ সমর্থক সূচক সঠিক না থাকায় বেশির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া কয়েকজনের মনোনয়ন বাতিল হয় ঋণ খেলাপির দায়ে।
নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ি আংশিক) : আসনে বৈধভাবে মনোনীত প্রার্থীগন হলেন: ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন, বিএনপি। মোহাম্মদ ছাইফ উল্লাহ, জামায়াতে ইসলামী। জহিরুল ইসলাম, ইসলামী আন্দোলন। মশিউর রহমান, ইনসানিয়াত বিপ্লব। মোঃ মমিনুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেস। মোহাম্মদ নুরুল আমিন, জাতীয় পার্টি। রেহানা বেগম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) জয়নুল আবদিন ফারুক, বিএনপি। কাজী মোহাম্মদ মফিজুর রহমান, স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী)। সাইয়েদ আহমদ, জামায়সত ইসলামী। তোফাজ্জল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস। খলিলুর রহমান, ইসলামী আন্দোলন। সুলতান মোহাম্মদ জাকারিয়া মজুমদার, এনসিপি। মো. শাহাদাত হোসেন, জাতীয় পার্টি।
নোয়াখালী-৩, বেগমগঞ্জ : মো. বরকত উল্লাহ বুলু, বিএনপি। মো. বোরহান উদ্দিন, জামায়াত ইসলামী। মোরশেদ আলম, খেলাফত মজলিস। মোহাম্মদ সিরাজ মিয়া, জে এস ডি।
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) : মো. শাহজাহান, বিএনপি। মো. ইসহাক খন্দকার, জামায়াত ইসলামী। মো. ফিরোজ আলম মাসুদ, ইসলামী আন্দোলন। আব্দুজ জাহের, গণধিকার পরিষদ। মো. ইউনুস নবী, ইনসানিয়াত বিপ্লব। মো. শরিফুল ইসলাম, জাতীয় পার্টি। বিটুল চন্দ্র তালুকদার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ কবিরহাট) : মোহাম্মদ ফখরুল ইসলাম, বিএনপি। হাসনা জসীম উদ্দীন মওদুদ, স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী)। মোহাম্মদ বেলায়েত হোসেন, জামায়াতে ইসলামী। আলী আহমদ, খেলাফত মজলিস। আবু নাসের, ইসলামী আন্দোলন। খাজা তানভীর আহমদ, জাতীয় পার্টি। মো. শামসুদ্দোহা, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ। মুন তাহার বেগম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্কসবাদী। মো. শওকত হোসেন, জনতার দল। তৌহিদুল ইসলাম, ইনসানিয়াত বিপ্লব।
নোয়াখালী-৬ হাতিয়া : মো. মাহবুবের রহমান, বিএনপি। মোহাম্মদ ফজলুল আজিম, স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহ)। তানবীর উদ্দিন রাজীব, স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী)। শাহ মোহাম্মদ মাহফুজুল হক, জামাত ইসলামী। আব্দুল হান্নান মাসুদ, এনসিপি। এটিএম নাবী উল্লাহ, জাতীয় পার্টি। মোহাম্মদ আব্দুল মোতালেব, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। মোহাম্মদ আজহার উদ্দিন, গণধিকার পরিষদ। মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ, ইসলামী আন্দোলন। মোহাম্মদ আবুল হোসেন, এলডিপি। আমিরুল ইসলাম মো. আব্দুল মালেক, বাংলাদেশ সুপ্রিম পার্টি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

