পাচারের আগ মুহূর্তে ২৯ জনকে উদ্ধার, আটক তিন মানবপাচারকারি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১৭: ০০

কক্সবাজারে গভীর সমুদ্রে পাচারের মুহূর্তে ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন। এ সময় তিন মানবপাচারকারিকে আটক করা হয়েছে। বুধবার মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

অভিযানে আটক হওয়া তিনজন হলেন মো. সলিম (৩৫), মো. নুরুল আবছার (১৯), দুজনই টেকনাফ সদর মহেশখালীয়া পাড়ার বাসিন্দা এবং মনসুর আলম (২২) উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

বিজিবি সূত্র মতে, বুধবার সকালে টেকনাফে সদর ইউনিয়নের রাজাছড়া এলাকায় বিজিবি সদস্যরা পাহাড়ের দুর্গম চূড়া থেকে একদল জিম্মিকে উদ্ধার করেন। ওই অভিযানের সূত্র ধরে বিজিবি পাচারকারীদের পরবর্তী কার্যক্রমের ওপর নজরদারি আরও জোরদার করে। পরে রাতে মেরিন ড্রাইভ সৈকত এলাকায় পরিচালিত এক ঝটিকা অভিযানে গভীর সাগরে পাচারের প্রস্তুতিকালে ২৯ জন নিরীহ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত সাম্পান নৌকা, একটি মোটরসাইকেল ও একটি দেশীয় তৈরি চাকু জব্দ করা হয়।

ওই ঘটনায় জড়িত পাচার চক্রের সদস্যরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকার বাসিন্দার মো. মাহমুদুল হক (৩১), সৈয়দুল ইসলাম (৩৭), আজিজুল হক (৩০) এবং আরও ৬–৭ জন অজ্ঞাত পাচারকারী।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, আজকের দিনটি টেকনাফ সীমান্তের মানবপাচারকারি ও সংঘবদ্ধ অপরাধী চক্রের জন্য এক দুঃসংবাদ বয়ে এনেছে। ভোরে পাহাড়ের চূড়া থেকে জিম্মি উদ্ধার করেছি, আর রাতে সমুদ্র উপকূলে মানবপাচার বানচাল করেছি। উদ্ধারকৃত ২৯ জন ভুক্তভোগীকে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। আটক তিন মানবপাচারকারীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত