আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নোয়াখালীতে এমটিএফের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীতে এমটিএফের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি

ন্যায্য ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়ন না হলে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এমটিএফ)।

বুধবার (১৯ নভেম্বর) নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচি ঘোষণা করেন আয়োজকরা।

বিজ্ঞাপন

আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, করোনা, ডেঙ্গু ও নানা স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও টেকনোলজিস্টরা এখনো ন্যায্য গ্রেড থেকে বঞ্চিত।

তারা জানান, গত বছর স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসের পরও ১০ম গ্রেড বাস্তবায়নে অগ্রগতি নেই। ‘আর কোনো আশ্বাস নয়, এবার চাই সরাসরি সিদ্ধান্ত’—বলেন বক্তারা।

তারা আরো সতর্ক করে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন করে জটিলতা সৃষ্টি হলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।

মানববন্ধন থেকে জাতীয় স্বাস্থ্যব্যবস্থা সচল রাখতে সরকারের প্রতি দ্রুত ন্যায্য দাবি বাস্তবায়নের জোর আহ্বান জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন, মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের নোয়াখালী জেলার সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. মিনারুল ইসলাম, টিম রনভেরীর নোয়াখালী জেলা প্রতিনিধি আব্দুল মান্নান, শান্তনা আক্তার, সুলতানা রাজিয়া, মো. আলী জুয়েল এবং সম্মিলিত টেকনোলজিস্ট পরিষদের উপদেষ্টা মো. শাহাদাত হোসেন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...