বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম–১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম হবে লজিস্টিক হাব। এমন লজিস্টিক হাব হবে, পুরো চট্টগ্রামের সমুদ্রাঞ্চল হয়ে উঠবে ট্রানজিট ও ট্রেডিং পোস্ট। শুধু বাংলাদেশ নয়—দক্ষিণ এশিয়া ও আশপাশের সব দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র হবে চট্টগ্রাম।’
সোমবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম সিটির ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের গণসংযোগ শুরুর আগে নিমতলা খালপাড় ব্রিজসংলগ্ন সিএনজি স্টেশনের সামনে তিনি এসব কথা বলেন। সেখান থেকে খালপাড় হয়ে নিমতলা, সিডিএ ব্রিজ হয়ে ফকিরহাট–গোসাইলডাঙ্গা এলাকার বিভিন্ন সড়কে প্রচার চালান তিনি।
গণসংযোগ চলাকালে আমির খসরু বলেন, ‘চট্টগ্রাম সমুদ্রবন্দর, কর্ণফুলী নদী, পাহাড় ও বিমানবন্দরকে কেন্দ্র করে একটি সমন্বিত লজিস্টিক সেন্টার গড়ে তোলা হবে। চট্টগ্রাম এয়ারপোর্টকেও আঞ্চলিক হাব হিসেবে শক্তিশালী করা হবে। ম্যানুফ্যাকচারিং জোন এবং আন্তর্জাতিক পর্যায়ের শিল্প ভিত্তি গড়ে তোলা হবে।’
তিনি বলেন, ‘চট্টগ্রামকে আলাদাভাবে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করার দরকার নেই। কাজ হলে, উন্নয়ন হলে চট্টগ্রাম নিজেই বাণিজ্যিক রাজধানীতে পরিণত হবে।’
স্থানীয় নেতা–কর্মীরা জানান, সকাল থেকে এলাকাজুড়ে নেতা-কর্মীদের উপস্থিতিতে গণসংযোগ কর্মসূচি উৎসবমুখর হয়ে ওঠে। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন আমির খসরু। গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

