আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুমিল্লায় ৭৯ প্রার্থীর ২০ জনই কোটিপতি, বেশির ভাগ বিএনপির

এম হাসান, কুমিল্লা

কুমিল্লায় ৭৯ প্রার্থীর ২০ জনই কোটিপতি, বেশির ভাগ বিএনপির

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ১১টি আসনে মনোনয়নপত্র দাখিল করেন ১০৭ জন প্রার্থী। যাচাই-বাছাই শেষে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রেজা হাসান ৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেন। পরে আপিল বিভাগে তিনজনের মনোনয়ন বৈধ ঘোষিত হওয়ায় গতকাল শনিবার পর্যন্ত জেলার ১১টি আসনে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৭৯ জনে। প্রার্থীদের মধ্যে অন্তত ২০ জন কোটিপতি বলে জানা গেছে।

প্রার্থীদের দাখিল করা হলফনামা বিশ্লেষণে জানা যায়, সম্পদের দিক থেকে অন্যদের তুলনায় এগিয়ে রয়েছে বিএনপির প্রার্থীরা। জেলার বিএনপির ১১ জন প্রার্থীই কোটিপতি এবং জামায়াতের ছয়জন প্রার্থী কোটিপতির তালিকায় রয়েছেন। এছাড়া এনসিপি ও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা রয়েছেন কোটিপতির তালিকায়।

বিজ্ঞাপন

হলফনামা অনুযায়ী, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন জেলার সবচেয়ে ধনী প্রার্থী। তার মোট সম্পদের পরিমাণ ২৩১ কোটি টাকা। অন্যদিকে জামায়াতের সব প্রার্থীর সম্মিলিত সম্পদের পরিমাণ ১৬ কোটি ৮৬ লাখ টাকা বলে জানা গেছে। এছাড়া জেলায় বিএনপি প্রার্থীদের মোট সম্পদের পরিমাণ প্রায় ৪৩২ কোটি টাকা।

বিএনপির কোটিপতি প্রার্থীরা

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে বিএনপির প্রার্থী সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সম্পদ ২০ কোটি ১৫ লাখ টাকার বেশি। কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সম্পদ সাত কোটি ৯০ লাখ টাকা। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সম্পদ এক কোটি ৬৬ লাখ টাকা। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে মঞ্জুরুল আহসান মুন্সির সম্পদ তিন কোটি ৯০ লাখ টাকা।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে মো. জসিম উদ্দিনের সম্পদ সাত কোটি ৮১ লাখ টাকা। কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরীর সম্পদ চার কোটি ৪৩ লাখ টাকা। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে রেদোয়ান আহমেদের সম্পদ ৫৫ কোটি টাকা। কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জাকারিয়া তাহের সুমনের সম্পদ ২৩১ কোটি টাকার বেশি। কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে আবুল কালামের সম্পদ প্রায় ৮২ কোটি টাকা। কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে আবদুর গফুর ভূঁইয়ার সম্পদ ৯ কোটি টাকা। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে কামরুল হুদার সম্পদ ১০ কোটি টাকার বেশি।

জামায়াতের কোটিপতি প্রার্থীরা

কুমিল্লা-২ আসনে মোহাম্মদ নাজিম উদ্দীনের সম্পদ এক কোটি ২৮ লাখ টাকা। কুমিল্লা-৩ আসনে মো. ইউসুফ সোহেলের সম্পদ ছয় কোটি ৩৫ লাখ টাকা। কুমিল্লা-৮ আসনে মো. শফিকুল আলম হেলালের সম্পদ দুই কোটি ৩০ লাখ টাকা। কুমিল্লা-৯ আসনে সরোয়ার সিদ্দিকীর সম্পদ প্রায় তিন কোটি টাকা। কুমিল্লা-১০ আসনে ইয়াসির আরাফাতের সম্পদ এক কোটি ৪০ লাখ টাকা। এছাড়া কুমিল্লা-১১ আসনে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সম্পদ এক কোটি ৮৫ লাখ টাকা।

হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী অনেক প্রার্থীর স্ত্রীরা কোটিপতি। এর মধ্যে জাকারিয়া তাহের সুমনের স্ত্রীর নামে রয়েছে ১২৮ কোটি টাকার সম্পদ। খন্দকার মোশাররফ হোসেনের স্ত্রীর সম্পদ ১৫ কোটি টাকার বেশি। রেদোয়ান আহমেদের স্ত্রীর মোট সম্পদের পরিমাণ প্রায় তিন কোটি টাকা এবং স্থাবর সম্পদ আছে ২৫ কোটি টাকার। আবদুল গফুর ভূঁইয়ার স্ত্রীর নামে ছয় কোটি ৭৫ লাখ মূল্যের একটি বাড়ি ও তিনটি ফ্ল্যাট আছে। কামরুল হুদার স্ত্রীর হাতে মোট সম্পদের পরিমাণ এক কোটি ৬৩ লাখ টাকা। মঞ্জুরুল আহসান মুন্সীর স্ত্রীর চার কোটি টাকার বেশি। মো. জসীম উদ্দিনের স্ত্রীর সম্পদের পরিমাণ ৮৫ লাখ টাকা।

এছাড়া কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ হলফনামায় আয়কর রিটার্নে স্ত্রীর নামে দেখানো সম্পদের পরিমাণ এক কোটি ১০ লাখ টাকা । মনিরুল হক চৌধুরীর স্ত্রীর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৯৫ লাখ টাকা । এছাড়া কুমিল্লা-১১ আসনে জামায়াতের প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের স্ত্রীর নামে রয়েছে সাড়ে পাঁচ কোটি টাকা।

হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, কুমিল্লায় বিএনপির ১১ প্রার্থীর মধ্যে সবাই কোটিপতি। বিএনপির প্রার্থীদের মধ্যে ১০ জন ব্যবসায়ী এবং একজন আইনজীবী। এছাড়া কুমিল্লা-৩ আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকা ।

জামায়াতের ছয়জন কোটিপতি । জামায়াতের প্রার্থীদের মধ্যে সাতজন ব্যবসায়ী, একজন চিকিৎসক, দুজন শিক্ষকতা পেশার কথা উল্লেখ করেছেন হলফনামায়।

এছাড়া দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিএনপির বিদ্রোহী প্রার্থী কুমিল্লা-৬ আসনের হাজি আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা সাত আসনে চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন এবং কুমিল্লা-৯ আসনে সাবেক এমপি আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা রয়েছেন কোটিপতির তালিকায় ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন