চট্টগ্রামে ১০ লাখ গাছ রোপণের ঘোষণা মেয়রের

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১৭: ০৭

১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড়‌ ‘মেরি এন’ স্মরণে এক আলোকচিত্র প্রদর্শনী চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজন করে। প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেদিনের ট্রাজেডি এখনো আমাদের তাড়া করে ফেরে। স্বজনহারা মানুষ আজও সেই দুঃসহ স্মৃতি ভুলতে পারেনি।"

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ প্রদর্শনীতে মেয়র বলেন, উপকূলীয় এলাকায় এমন দুর্যোগ থেকে রক্ষা পেতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ জরুরি। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় নগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেন তিনি। এ লক্ষ্যে নগরীর ৪১টি ওয়ার্ডে একযোগে ১০ লাখ গাছ লাগানো হবে বলে জানান মেয়র।

ঘূর্ণিঝড় পরবর্তী দিনগুলোর অভিজ্ঞতা তুলে ধরে ডা. শাহাদাত বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি স্বাস্থ্যসেবা দিতে ক্ষতিগ্রস্ত উপকূলীয় বিভিন্ন এলাকায় গিয়েছিলাম। বাঁশখালী, আনোয়ারা, পতেঙ্গাসহ বহু জায়গায় মানুষের চিকিৎসা দিতে গিয়ে দেখি ঘরবাড়ি নেই, খাবার নেই, একটা পুরো জনপদ যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।

তিনি বলেন, এখনই যদি কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়, ভবিষ্যতের প্রজন্ম আরও বড় বিপদের মুখে পড়বে। উপকূল রক্ষায় সব মহলকে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র।

প্রেস ক্লাবের ‘অন্তর্বর্তীকালীন কমিটি’র সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগীরা আলোচনায় অংশগ্রহণ করেন। ঘূর্ণিঝড়ের ভয়াবহতা ও তাণ্ডবের ঘটনায় সাংবাদিকদের তোলা ছবি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত