এবার মিয়ানমার থেকে এলো ২২ হাজার টন চাল

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১৯: ০৬
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৯: ১৮

এবার মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিকটন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে নোঙর করেছে এমভি গোল্ডেন স্টার জাহাজ। ল্যাব টেস্ট ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে শুক্রবার রাত থেকেই চাল খালাস শুরু করবে খাদ্য অধিদফতর। খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বন্দর সূত্র জানায়, চালবাহী জাহাজটি বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে প্রবেশ করে। এরপর শুক্রবার সকালের জোয়ারে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেয়া হয় জেটিতে। সকাল ১০টার দিকে খাদ্য বিভাগের কর্মকর্তারা জাহাজটি বুঝে নিয়েছে। ইতিমধ্যে জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে হয়েছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে যত দ্রুত সম্ভব খালাস প্রক্রিয়া শুরু হবে।

বিজ্ঞাপন

আঞ্চলিক খাদ্য অফিস জানায়, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানিকৃত চালের প্রথম চালান এটি। জিটুজি চুক্তির আলোকে এই চাল আমদানি করা হয়েছে। বন্দর থেকে খালাস করে এই চাল সরাসরি হালিশহর ও দেওয়ানহাট সিএসডিতে গুদামজাত করা হবে। এরপর সেখান থেকে বিভিন্ন প্রকল্পের নামে ধীরে ধীরে বাজারে ছাড়া হবে।

গত দেড় মাস ধরে আমনের ভরা মৌসুমেও সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। এক মাসের ব্যবধানে সব ধরনের চালে কেজিতে ৪ থেকে ৮ টাকা পর্যন্ত দাম বাড়ে। ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে বাধ্য হয়ে চাল আমদানির সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

এর আগে চলতি মাসে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে দুই দফায় ভারত থেকে ৫৭ হাজার মেট্রিকটন চাল আসে চট্টগ্রাম বন্দরে। এরমধ্যে পাকিস্তান থেকেও আরেকটি চালের চালান আনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গত ১৪ জানুয়ারি খাদ্য অধিদপ্তর ও ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি) এর মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। সরকারের ক্রয় কমিটির অনুমোদনের পর চাল আমদানির প্রক্রিয়া শুরু হবে। ওই চাল আগামী ফেব্রুয়ারির মধ্যে দেশে আসতে শুরু করবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত