বিএনপির সেই নেতার বিরুদ্ধে ছাত্র-জনতার ৭ দফা দাবি

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ৩১

কুমিল্লা তিতাসে ওয়াজ-মাহফিল নিয়ে ইউনিয়ন বিএনপি নেতার কটূক্তির প্রতিবাদে সাত দফা দাবি ঘোষণা করেছে মুসলিম ছাত্র-জনতা।

মঙ্গলবার তিতাস প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মুসলিম ছাত্র-জনতার পক্ষে এসব দাবি উপস্থাপন করেন মো. সাইফুল ইসলাম। অভিযুক্তের নাম মো. ছাবিকুল ইসলাম। তিনি কুমিল্লার তিতাস উপজেলা কলাকান্দি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব।

বিজ্ঞাপন

সাত দফার মধ্যে কয়েকটি দাবি হলো- প্রকাশ্যে আলেমের উপস্থিতিতে তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। আজীবনের জন্য বিএনপির রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ভবিষ্যতে কোনো ধরনের রাজনৈতিক পদ-পদবিতে রাখা যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে ছাত্র-জনতার ক্ষমা চাইতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা হেফাজত ইসলামের সহ-সভাপতি মো. যাইনুল আবেদিন, ওলামা পরিষদ কলাকান্দি ইউনিয়নের সহ-সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবু সাঈদ প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত