বিডিফ্যাক্টচেকের প্রতিষ্ঠাতার বাড়িতে হামলা-লুটপাট, নেপথ্যে বিএনপি নেতা হত্যা!

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ২২: ৫৯
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ২৩: ০০
বাড়িতে হামলা ও লুটপাট, ইনসেটে জাহেদ আরমান

বিডিফেক্টচেকের প্রতিষ্ঠাতা ও আমেরিকা প্রবাসী বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. জাহেদ আরমানের গ্রামের বাড়িসহ অন্তত ৫টি বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে ভারুয়াখালীর ১নং ওয়ার্ডের মশরফ পাড়ায় এই হামলা ও লুটপাট চালানো হয় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আমার দেশের কক্সবাজার ব্যুরো চিফ জানান, সদর উপজেলার ভারুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদারের নিহত হওয়ার ঘটনায় রাতের আঁধারে অন্তত ৫টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এসব বাড়ির মধ্যে জাহেদ আরমানের গ্রামের বাড়িও ছিল।

কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া না গেলেও অভিযোগের তীর ছোড়া হচ্ছে নিহত রহিমের বড় ভাই ও ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান সিকদার ও তার লোকজনের বিরুদ্ধে।

তবে তিনি এই অভিযোগ অস্বীকার করে বলেন, তারা নিজেরাই নিজেদের মালপত্র সরিয়ে নিয়ে আমাদের ওপর দোষ দেওয়ার চেষ্টা করছে।

ভারুয়াখালীর স্থানীয় ইউপি সদস্য কাজল মেম্বার জানান, তিনিও শুনেছেন রাতে বেশ কিছু বাড়িতে হামলা ও লুটপাট হয়েছে। তবে এই ঘটনা কারা ঘটিয়েছে তিনি তা নিশ্চিত করতে পারেননি।

স্থানীয় জামায়াত আমির নুরুল আমিন জানিয়েছেন, তিনিও রাতের আঁধারে কয়েকটি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের কথা শুনেছেন। তবে কারা হামলা করেছে, কাদের বাড়িতে লুটপাট হয়েছে তা বিস্তারিত জানতে পারেননি।

তিনি বলেন, ওই এলাকায় আমাদের সাংগঠনিক কোনো কার্যক্রম নেই।

অপরদিকে যুক্তরাষ্ট্র থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ড. জাহেদ আরমান জানিয়েছেন, হামলাকারীর সংখ্যা ৮ জন। জিনিসপত্র সব নিয়ে গেছে।

তার দাবি, নিজের ভাইয়ের লাশ নিয়ে রাজনীতি করতেও শফিক গংদের বাধে না।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘সন্ত্রাসী শফিক রহমানের ভাড়া করা গুন্ডারা রাতে কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের মশরফ পাড়া গ্রামে হামলা চালিয়েছে। তারা আমার পৈত্রিক বাড়িতে হামলা চালিয়ে জিনিসপত্র ভাঙচুর করেছে, জমির দলিলাদি ছিঁড়ে ফেলেছে, দামি আসবাবপত্র গাড়িতে (টমটম) উঠিয়ে নিয়ে গেছে। রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে এই ঘটনা ঘটিয়েছে। হামলাকারীরা মুখোশ পরিহিত ছিলো। তাদেরকে আরেক সন্ত্রাসীর মাধ্যমে শফিক চেয়ারম্যান ভাড়া করে নিয়ে এসেছে বলে জানা গেছে।’

এ বিষয়ে জানতে জাহেদ আরমানের বাবা মাহফুজুর রহমানের মোবাইল নাম্বারে একাধিকবার কল করলেও প্রতিবারই ফোনটি বন্ধ পাওয়া যায়।

এদিকে নিহত রহিম উদ্দিন সিকদারের বড় ভাই ও ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান সিকদার বলেন, ওখানে কারো বাড়িঘরে হামলার ঘটনা ঘটেনি। বরং নিজেরাই নিজেদের বাড়ির মালপত্র অন্যত্র সরিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানিয়েছেন, এ বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি। যাদের ঘটনা তারা পুলিশকে না জানিয়ে অনদিকে ঘুরছেন।

তিনি বলেন, হত্যাকান্ড ও সামগ্রিক বিষয়ে পুলিশের বিশেষ টিম কাজ করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

প্রসঙ্গত, গত ১৩ জুলাই জমি ও খালের দখল-বেদখল নিয়ে বিরোধের জেরে মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিদের সাথে আরেকটি পক্ষের সংঘর্ষ হয়। এতে বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদারসহ কয়েকজন আহত হন। পরে ১৫ জুলাই সকালে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় রহিম সিকদার মারা যান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত