আমার দেশে সংবাদ প্রকাশের জেরে

দেড় কোটির ফ্ল্যাটের সেই নাজিরকে বদলি নোয়াখালীতে

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ৪০
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ৫১

চট্টগ্রাম জেলা প্রশাসনের নাজির মোহাম্মদ জামাল উদ্দিনকে নোয়াখালীতে বদলি করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখা এ সংক্রান্ত এক আদেশ জারি করে।

বিজ্ঞাপন

বদলির আদেশে সই করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাধারণ) মোহাম্মদ নূরুল্লাহ নূরী। জামাল উদ্দিন ছাড়াও আরো দু’জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

জেলা প্রশাসনের সার্টিফিকেট শাখার উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাশকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে এবং চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরীকে রাঙামাটির কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়েছে।

তাদের আগামী ৯ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) আমার দেশ অনলাইনে ‘৩০ হাজার টাকার বেতনে দেড় কোটির ফ্ল্যাটে চট্টগ্রামের নাজির জামাল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদন প্রকাশের একদিনের মাথায়ই নাজির জামাল উদ্দিনকে বদলি করা হলো। তবে বদলির আদেশে এ বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত