সরাইলে জামায়াত প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৮: ৪৬

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে গণসংযোগ করেছেন জামায়াতের প্রার্থী মোবারক হোসাইন আকন্দ। রোববার বিকেলে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ প্রচারণা শুরু হয়।

বিজ্ঞাপন

উপজেলা জামায়াতের উদ্যোগে এতে বক্তব্য রাখেন জেলা জামায়াত আমির, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোবারক হোসেন আকন্দ, উপজেলার আমির এনাম খা, সাধারণ সম্পাদক জাবেদ, সরাইল সদর ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি বরকতলা, শাহজাদাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি গিয়াস উদ্দিন, অরুয়াইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইসমাইল হোসেন, শাহবাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি বদরুল আলম, কালিকচ্ছ ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি রহমত আলী, নোয়াগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি আমিরুল ইসলাম, ছাত্রশিবির নেতা রুবেল প্রমুখ।

উপজেলা জামায়ত আমির এনাম খার সভাপতিত্বে সভা পরিচালনা করেন জামায়াতে ইসলামের সরাইল উপজেলা শাখার সেক্রেটারি মোজাবেদ।

সভা শেষে মোবারক হোসাইন মিছিল করে সরাইলের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং স্থানীয় ব্যবসায়ী ও সর্বসাধারণের সাথে কুশল মতবিনিময় করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত