আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নোয়াখালীতে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীতে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নোয়াখালীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বাদ আসর নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের পাশে জেলা মডেল মসজিদ সংলগ্ন মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, জামায়াত, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, এনসিপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব, তরুণ প্রজন্ম ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশীদ আজাদ, ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান, ছাত্রদল পৌর আহ্বায়ক মো. ওয়াসিম, ছাত্রশিবির নোয়াখালী শহর সেক্রেটারি আবদুল্লাহ আল মাহবুব, এনসিপি নেতা কাজী তারেক, এএফ বাংলাদেশ-এর তাওহিদুল ইসলাম প্রমুখ।

গায়েবানা জানাজার আগে বক্তারা বলেন, “ওসমান হাদী ছিলেন এক নির্লোভ, সাহসী ও অসাম্প্রদায়িক চেতনার তরুণ। তাঁর মৃত্যুতে এ দেশের তরুণ সমাজ একজন বলিষ্ঠ কণ্ঠস্বরকে হারাল।” তারা হাদীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

জানাজা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধু চত্বরকে “ওসমান হাদী চত্বর” ঘোষণা করেন জুলাই সর্বদলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন