প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেছেন দল থেকে বহিষ্কৃত বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।
এ সময় তিনি বলেন, আমি দল ছেড়ে যাইনি, এলাকার মানুষকেও ছেড়ে যাইনি। দেশনেত্রী খালেদা জিয়া আমার ওপর যে লড়াইয়ের দায়িত্ব দিয়ে গেছেন, তা শেষনিঃশ্বাস পর্যন্ত পালন করবো।
বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে স্থানীয়দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার শুরুতে তিনি খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন।
রুমিন ফারহানা বলেন, আমার নেত্রীর জানাজা ও দাফনও সম্পন্ন হয়নি, এর মধ্যেই আমার বিরুদ্ধে বহিষ্কারাদেশ দেওয়া হয়। আমার সঙ্গে যদি কোনো বেইনসাফি বা অন্যায় হয়ে থাকে, তার বিচার আমি আল্লাহর দরবারে ছেড়ে দিলাম।
এ বিষয়ে সন্ধ্যায় মোবাইল ফোনে রুমিন ফারহানা আমার দেশকে বলেন, স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের সময় আমি আমার নেত্রীর জন্য দোয়া পড়েছি এবং সবাইকে দোয়া করতে বলেছি।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। তিনি হাঁস প্রতীক প্রত্যাশা করছেন বলে জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

