চট্টগ্রামের রাউজানে তিন দিনের মাথায় ফের পিস্তল ঠেকিয়ে গুলি করে একজনকে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার সকালে নাতোয়ান বাগিচা ওয়ার্ড এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহতের নাম মো. ইব্রাহিম (বয়স আনুমানিক ৩৫-৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তার মাথার পেছনে পিস্তল ঠেকিয়ে গুলি করা হয়। গুলিটি মাথার পেছন দিক দিয়ে মাংসসহ বের হয়ে যায়। ‘আমার দেশ’র হাতে আসা ছবিতে দেখা গেছে, মাথার পেছনে জমাট রক্ত ও ছিন্নভিন্ন মাংসপিণ্ড স্পষ্ট।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল খান জানান, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে একাধিক পুলিশ টিম পাঠানো হয়েছে। তদন্ত চলছে।’
এর ঠিক তিনদিন আগেই, শনিবার রাউজানের বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে যুবদল কর্মী মুহাম্মদ মানিক আবদুল্লাহকে একই কায়দায় গুলি করে হত্যা করা হয়। তাকে মুখে পিস্তল ঢুকিয়ে গুলি করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এই হত্যাকাণ্ডে বিএনপির উত্তর জেলা শাখার এক প্রভাবশালী নেতার অনুসারীদের সম্পৃক্ততার অভিযোগ এনেছেন নিহতের পরিবার ও বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
তিনি বলেন, ‘রাউজানে মানিক আবদুল্লাহকে গুলি করে হত্যা করেছে বিএনপির এক নেতার অনুসারীরা। মামুন নামের এক সন্ত্রাসী ইতোমধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘এই ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে আমাদের কাছে তথ্য আছে। তদন্ত অব্যাহত রয়েছে। দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা হবে।’
এমএস

