আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মানবসেবার আড়ালে অপহরণ চক্র, নির্বাহী পরিচালক ধরা

চট্টগ্রাম ব্যুরো

মানবসেবার আড়ালে অপহরণ চক্র, নির্বাহী পরিচালক ধরা

চট্টগ্রামের কোর্ট বিল্ডিং এলাকা থেকে ঠিকাদার অপহরণের ঘটনায় একটি সেবামূলক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহেদুল করিম বাপ্পী ও আনোয়ারা এলাকার মোরশেদ। রেজাউলের বাড়ি চট্টগ্রামের রাউজানে।

বিজ্ঞাপন

এর আগে, ১২ ফেব্রুয়ারি কোর্ট বিল্ডিং এলাকা থেকে মোহাম্মদ ইদ্রিসকে তুলে নেয়া হয়। পরে দুদিনের মাথায় বাকলিয়া এলাকা থেকে ওই ঠিকাদারকে উদ্ধার করে বিশেষ একটি সংস্থা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন ঠিকাদার ইদ্রিস।

ভুক্তভোগী ঠিকাদার ইদ্রিস বলেন, অপহরণ করার পর বাপ্পীসহ অন্যরা মোটা অংকের টাকা দাবি করেন। না হয়, মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন।

কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, বিশেষ অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে তোলা হয়েছে। এ ঘটনায় মূলহোতা ছিলেন বাপ্পী ও মোরশেদ। মানবসেবার আড়ালে বাপ্পী মূলত অপহরণ চক্রের সঙ্গে জড়িত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন