কাগজের আড়ালে আনা ২৬ টন সিগারেট পেপার জব্দ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৭: ০৮

চট্টগ্রাম বন্দরে পেপার রিবন ও স্ট্র পেপারের ঘোষণার আড়ালে আনা ২৬ টন সিগারেট পেপার জব্দ করা হয়েছে। সম্প্রতি এ সিগারেট পেপার জব্দ করা হয়।

চট্টগ্রাম কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, ঢাকাভিত্তিক আরএম এন্টারপ্রাইজ গত জুলাই মাসের মাঝামাঝি স্ট্র পেপারের (খড়ের কাগজ) ঘোষণা দিয়ে হংকং থেকে চট্টগ্রাম বন্দরে ১৬ টনের একটি চালান আনে।

বিজ্ঞাপন

জুলাই মাসের শেষ দিকে স্মার্ট মুভ নামে আরেকটি প্রতিষ্ঠান রিবন পেপারের ঘোষণা দিয়ে প্রায় ১০ টনের একটি চালান আনে। চালান দুটি নিয়ে সন্দেহ হলে পণ্যের নমুনা বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করা হয়। তাতে নিশ্চিত হওয়া যায়, পণ্যগুলো আসলে সিগারেট পেপার। প্রতিষ্ঠান দুটি যে ঠিকানা চালানের বিপরীতে দিয়েছে, সেখানে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, পণ্যগুলো ঘোষিত নামে ছাড় দেওয়া যাবে না। ভুয়া ঘোষণার জন্য জরিমানা ও সিগারেটের জন্য প্রযোজ্য ভ্যাট দিতে হবে। প্রতিষ্ঠানগুলোর আগের আমদানি ও বিক্রির হিসাব যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট ভ্যাট অফিসকে অনুরোধ করা হয়েছে।

কাস্টমস কর্মকর্তারা জানান, জালিয়াতির মাধ্যমে এসব পণ্যে ১৩৭ কোটি টাকা শুল্ক-কর ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রতি বছর বিভিন্ন পণ্য ও নামসর্বস্ব-অচেনা প্রতিষ্ঠানের আড়ালে বড় অঙ্কের শুল্ক-কর ফাঁকি দেওয়া হচ্ছে। এসবের পেছনে প্রভাবশালী চক্র জড়িত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত