নোবিপ্রবি দিবস কাল

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১৭: ৩৪

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০ বছরে পদার্পণ করবে আগামীকাল ২২শে জুন রোববার। দিবসটি ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

২০০৩ সালের ২৫ আগস্ট প্রজ্ঞাপন জারির মাধ্যমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-২০০১ কার্যকর হয়। ২০০৫ সালের ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এর নির্মাণ কাজ শুরু হয়। ২০০৬ সালের ৬ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমের উদ্বোধন করেন। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ। ২০০৬ সালের ২৩ জুন প্রথম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি নোয়াখালী জেলার নোয়াখালী মৌজায় ১০১ একর জায়গা ওপর প্রতিষ্ঠিত। এটি বাংলাদেশের ২৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ৫ম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে ২০০৬ সাল থেকে। শুরুতে এই বিশ্ববিদ্যালয় চারটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে এখানে ৩১টি বিভাগ রয়েছে।

এই বিশ্ববিদ্যালয়ে ২০১২ সাল পর্যন্ত সাতটি ব্যাচে শিক্ষার্থী ভর্তি হয়েছে। বর্তমানে এখানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠ দান করা হয়। ছাত্র-ছাত্রীর অনুপাত প্রায় ৬৫:৩৫। সবগুলো বিভাগে প্রায় ৫০ জন শিক্ষক ও শিক্ষিকা আছেন। নোয়াখালী জেলা শহর থেকে আট কিলোমিটার দক্ষিণে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত।

বিশ্ববিদ্যালয়টি চারটি বিভাগ নিয়ে এর কার্যক্রম আরম্ভ করে। কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স, ফার্মেসি, এপ্লায়েড কেমিষ্ট্রি এন্ড কেমিক্যাল টেকনোলজি। ২০১০ সালে পঞ্চম বিভাগ হিসাবে মাইক্রোবায়লজি বিভাগ প্রতিষ্ঠা করা হয়। ২০১১ সালে গণিত ও ইংরেজি বিভাগ এবং ২০১২ সালে আরো তিনটি নতুন বিভাগ- ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড হ্যাজার্ড স্টাডিস, বিজনেস এডমিনিস্ট্রেশনসহ বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ৩১টি বিভাগ চালু আছে।

২০১১ সাল থেকে এখানে চারটি বিভাগে মাস্টার্স কোর্স চালু হয়েছে। অনুষদ সমূহ ১। লাইফ সায়েন্সস (ফার্মেসি, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স, মাইক্রোবায়োলজী) ২। ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার সাইন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এপ্লায়েড কেমেস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং) বিভিন্ন বিভাগ সমূহ কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন ২০০৬ সালে এখানে কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ খোলা হয়। ২০১১ সাল থেকে এখানে মাস্টার্স কোর্স চালু হয়।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, নোবিপ্রবিতে ২২ জুন রোববার বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম চালু হয় এই দিনে। আমাদের এবারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো রিসার্চ ফেয়ার অনুষ্ঠিত হবে। এতে নোবিপ্রবির ৩৩টি বিভাগের স্টল স্থান পাবে। যাতে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগ এবং ইনস্টিটিউট তাদের গবেষণা, কার্যক্রম এবং বিশেষত্ব তুলে ধরবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় উৎসাহিত করার জন্য প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ পাঁচ বছরে শিক্ষকদের গবেষণা কার্যক্রমের উপর ভিত্তি করে শিক্ষকদেরকে বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড প্রদান করা হবে। পাশাপাশি শিক্ষা ও গবেষণায় যারা আরো বেশী ভালো অবদান রেখেছেন তাদেরকে প্রথমবারের মতো ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড এবং নারী শিক্ষকদের গবেষণা কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ উইমেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, নোবিপ্রবি ১৯ পেরিয়ে ২০ বছরে পদার্পণের এই ক্ষণে বিশ্ববিদ্যালয়ের অধীনে স্কুল, কলেজ, টিএসটি, ক্যাফেটেরিয়াসহ শিক্ষার্থীবান্ধব যা যা স্থাপন করা প্রয়োজন তার সবই করার উদ্যোগ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২২ জুন ২০২৫ বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি শুরু হবে। এ উপলক্ষ্যে ২৩ জুন ২০২৫ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ের ভিসি প্রফেসর আবুল খায়ের, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো. শাহজাহানসহ আরও অনেকে।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত