আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম, ১৮ আ.লীগ সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম, ১৮ আ.লীগ সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রামের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে গেলে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে দলের সন্ত্রাসীরা। পরে অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে ইশান মিস্ত্রিহাট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আহত কর্মকর্তা আবু সাঈদ রানা বন্দর থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে সল্টগোলা এলাকায় হঠাৎ মিছিল বের করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে হামলার শিকার হন এসআই রানা। তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, পরে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।

ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা যৌথ অভিযান শুরু করে। এ সময় ১৮ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয়রা জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো সক্রিয়। তাদের হামলার শিকার হয়েছেন পুলিশ কর্মকর্তা। আমরা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাই।

বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম আমার দেশকে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে কুপিয়ে জখম করা হয় এক উপ-পরিদর্শককে। আমরা অভিযান চালিয়ে অভিযুক্ত ১৮ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন