আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাইলস্টোনে নিহত কুমিল্লার মাহতাবের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

জেলা প্রতিনিধি, কুমিল্লা
মাইলস্টোনে নিহত কুমিল্লার মাহতাবের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত মাহতাবের বাড়িতে এসে স্বজনদের সাথে দেখা করেছে বিমান বাহিনীর প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

রোববার কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করেন বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে আসা প্রতিনিধিদল। এ সময় বিমান বাহিনীর উইং কমান্ডার মো. আতিক হাসান পিএসসি, মাহতাবের বাবা মো. মিনহাজুর রহমান ভুইয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উইং কমান্ডার আতিক হাসান বলেন, বিমান বাহিনী এবং বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে প্রয়াত মাহতাবের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে। আমরা শোকাহত। সারা দেশবাসী দোয়া করছে। যেন এই শোক কাটিয়ে উঠতে পারে। যারা আহত আছেন তারাও যেন দ্রুত আরোগ্য লাভ করতে পারে।

মাহতাবের বাবা মো. মিনহাজুর রহমান ভুইয়া বলেন, ‘সারা দেশের মানুষ আমার সন্তানের জন্য দোয়া করেছে । আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি চাই আমার ছেলে যেন শহীদের মর্যাদা পায়, এই দোয়া করি।’

এছাড়াও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসির নির্দেশক্রমে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষকসহ সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি শিক্ষার্থী (১) ফাতেমা আক্তার (২) জারিফ ফারহান (৩) আফনান ফাইয়াজ এবং অভিভাবক (৪) রজনি ইসলাম (২য় শ্রেণীর শিক্ষার্থী ঝুমঝুম ইসলামের মা) এর পরিবারের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। প্রতিনিধি দলটি শোকাহত পরিবারগুলোর যে কোন প্রয়োজনে সর্বদা পাশে থাকার এবং বাংলাদেশ বিমান বাহিনীর সর্বাত্মক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন