চট্টগ্রামের সাতকানিয়ায় স্বামী ও শাশুড়ির জোরপূর্বক বিষপানে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের বারদোনা গ্রামের বাহাদির পাড়ায়। নিহত গৃহবধূর নাম আমেনা বেগম (২৪)। তিনি একই এলাকার মোহাম্মদ ইউসুফের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, ২০২২ সালে পারিবারিকভাবে আমেনা বেগমের সঙ্গে মোহাম্মদ ইউসুফের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল। প্রায়ই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমেনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন তার স্বামী ও শাশুড়ি।
নিহত আমেনা বেগমের ভাগ্নে মোহাম্মদ তৌসিফ অভিযোগ করে বলেন, ‘শুক্রবার (১৬ জানুয়ারি) সারাদিন আমেনাকে মারধর করা হয়। একপর্যায়ে স্বামী ও শাশুড়ি মিলে জোর করে তাকে বিষপান করায়। বিষপান করানোর পর তারা দুজনই বাড়ি থেকে পালিয়ে যায়।’
এরপর আমেনা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে তিনি মারা যান।
নিহতের পরিবারের দাবি, মৃত্যুর আগে হাসপাতালের বেডে শুয়ে আমেনা বেগম স্পষ্টভাবে জানিয়েছেন যে, তার স্বামী ও শাশুড়ি জোর করে তাকে বিষপান করিয়েছে।
আমেনা বেগমের বাপের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মীরপাড়ায়। তিনি দুই বছর বয়সি এক কন্যাসন্তানের জননী।
এ বিষয়ে সাতকানিয়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন বলেন, ‘পূর্বে তাদের পারিবারিক কলহ নিয়ে আমার কাছে একাধিকবার শালিস বৈঠক হয়েছিল। তখন ছেলে পক্ষের আচরণ মোটেও সন্তোষজনক ছিল না। মেয়েটির মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

