জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
খাগড়াছড়িতে চলমান অনির্দিষ্টকালের অবরোধ আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা। রাতে ফেসবুক পেইজে এক পোস্টে বিষয়টি নিশ্চত করে তারা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে জুম্ম ছাত্র জনতা নামের ফেসবুক পেইজে মিডিয়া সেল কর্তৃক এক পোস্টে তারা জানায়, শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে উপস্থাপিত ৮ দফা বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে, চলমান অবরোধ কর্মসূচি আজ (মঙাগল বার) রাত ১১:০০টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হলো।
এতে আরো বলা হয়, গুইমারায় উদ্ভূত পরিস্থিতিতে, গতকাল ২৯ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে আহুত আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় আমাদের ছয়জনের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। প্রতিনিধি দল প্রশাসনের নিকট ৮ দফা দাবিনামা উপস্থাপন করে, যা প্রশাসনের পক্ষ থেকে পূরণের আশ্বাস দেয়া হয়। পাশাপাশি প্রশাসন জানিয়েছে, চলমান অবরোধ প্রত্যাহার করা হলে ১৪৪ ধারাও তুলে নেয়া হবে।
এছাড়া, গুইমারায় সংঘটিত ঘটনার তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ (৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার) ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও আমরা অবহিত হয়েছি। জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার ও গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী প্রমুখ।
প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে আজ রাত ১১ টা থেকে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত অথবা পরবর্তী কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত চলমান অবরোধ স্থগিত করা হলো।
প্রশাসনের কাছে উপস্থাপিত তাদের ৮ দফা যদি সময়মতো ও যথাযথভাবে পূরণ করা না হলো পুনরায় কঠোর কর্মসূচি দেয়ার কথা জানায়।
খাগড়াছড়িতে চলমান অনির্দিষ্টকালের অবরোধ আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা। রাতে ফেসবুক পেইজে এক পোস্টে বিষয়টি নিশ্চত করে তারা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে জুম্ম ছাত্র জনতা নামের ফেসবুক পেইজে মিডিয়া সেল কর্তৃক এক পোস্টে তারা জানায়, শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে উপস্থাপিত ৮ দফা বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে, চলমান অবরোধ কর্মসূচি আজ (মঙাগল বার) রাত ১১:০০টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হলো।
এতে আরো বলা হয়, গুইমারায় উদ্ভূত পরিস্থিতিতে, গতকাল ২৯ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে আহুত আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় আমাদের ছয়জনের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। প্রতিনিধি দল প্রশাসনের নিকট ৮ দফা দাবিনামা উপস্থাপন করে, যা প্রশাসনের পক্ষ থেকে পূরণের আশ্বাস দেয়া হয়। পাশাপাশি প্রশাসন জানিয়েছে, চলমান অবরোধ প্রত্যাহার করা হলে ১৪৪ ধারাও তুলে নেয়া হবে।
এছাড়া, গুইমারায় সংঘটিত ঘটনার তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ (৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার) ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও আমরা অবহিত হয়েছি। জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার ও গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী প্রমুখ।
প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে আজ রাত ১১ টা থেকে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত অথবা পরবর্তী কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত চলমান অবরোধ স্থগিত করা হলো।
প্রশাসনের কাছে উপস্থাপিত তাদের ৮ দফা যদি সময়মতো ও যথাযথভাবে পূরণ করা না হলো পুনরায় কঠোর কর্মসূচি দেয়ার কথা জানায়।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩১ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৩৮ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে