উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)
কক্সবাজারে এক অন্তঃসত্ত্বা দু’সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্ব নাপিত পাড়ার স্বামীর বাড়ি লাশটি উদ্ধার করা হয়।
ওই নারীর নাম রোকসানা আক্তার (৩৫)। তিনি উক্ত এলাকার নুরুল আবছারের স্ত্রী এবং পার্শ্ববর্তী খুরুস্কুল ইউনিয়নের কাওয়ার পাড়ার নুরুল হক সওদাগরের মেয়ে। নিহতের পাঁচ বছর ও সাড়ে তিন বছর বয়সী দু‘টি ছেলে রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ছলিম উল্লাহ জানান, প্রতিবেশীর কাছে থেকে সকাল সাড়ে ৫টার দিকে গিয়ে দেখেন রান্না ঘরের বাইরের দরজায় গলায় কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় মহিলাটির লাশ ঝুলে আছে সংবাদ পান। পরে তিনি থানাকে বিষয়টি জানালে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
তিনি আরো জানান, দীর্ঘদিন যাবত তাদের পরিবারে কলহবিবাদ চলে আসছে। একাধিকবার মীমাংসাও করা হয়েছিল।
নিহতের পিতা নুরুল হকের দাবি, তার মেয়েকে শ্বশুরপক্ষ পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। তবে ঘটনার পর থেকে শ্বশুর পক্ষের লোকজন গা ঢাকা দেয়ায় তাদের বক্তব্য নেয়া যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খাঁন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
কক্সবাজারে এক অন্তঃসত্ত্বা দু’সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্ব নাপিত পাড়ার স্বামীর বাড়ি লাশটি উদ্ধার করা হয়।
ওই নারীর নাম রোকসানা আক্তার (৩৫)। তিনি উক্ত এলাকার নুরুল আবছারের স্ত্রী এবং পার্শ্ববর্তী খুরুস্কুল ইউনিয়নের কাওয়ার পাড়ার নুরুল হক সওদাগরের মেয়ে। নিহতের পাঁচ বছর ও সাড়ে তিন বছর বয়সী দু‘টি ছেলে রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ছলিম উল্লাহ জানান, প্রতিবেশীর কাছে থেকে সকাল সাড়ে ৫টার দিকে গিয়ে দেখেন রান্না ঘরের বাইরের দরজায় গলায় কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় মহিলাটির লাশ ঝুলে আছে সংবাদ পান। পরে তিনি থানাকে বিষয়টি জানালে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
তিনি আরো জানান, দীর্ঘদিন যাবত তাদের পরিবারে কলহবিবাদ চলে আসছে। একাধিকবার মীমাংসাও করা হয়েছিল।
নিহতের পিতা নুরুল হকের দাবি, তার মেয়েকে শ্বশুরপক্ষ পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। তবে ঘটনার পর থেকে শ্বশুর পক্ষের লোকজন গা ঢাকা দেয়ায় তাদের বক্তব্য নেয়া যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খাঁন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
কক্সবাজারে গভীর সমুদ্রে পাচারের মুহূর্তে ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন। এ সময় তিন মানবপাচারকারিকে আটক করা হয়েছে। বুধবার মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
১১ মিনিট আগেএ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২১ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
৩৩ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
৪০ মিনিট আগে