দাউদকান্দির গোমতী-মেঘনা সেতুর সুড়ঙ্গ থেকে অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার

উপজেলা প্রতিনিধি, (দাউদকান্দি) কুমিল্লা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১২: ১৭

কুমিল্লার দাউদকান্দিতে গোমতী-মেঘনা সেতুর সুড়ঙ্গ থেকে অস্ত্র, গুলি, ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে সেনাবাহিনী।

বিজ্ঞাপন

বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের দাউদকান্দি ক্যাম্পের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে সেতুর সুড়ঙ্গ থেকে একটি অস্ত্র, দুটি গুলি, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার করে।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায় , ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ব্রিজে যানজটের সুযোগে এই অস্ত্র ব্যবহার করে সংঘবদ্ধ ছিনতাই বা ডাকাতি করার হয়তো পরিকল্পনা ছিল। পাশাপাশি, গোমতী ও মেঘনা নদীতে ডাকাতির ক্ষেত্রেও এই অস্ত্র ব্যবহার হতে পারে বলে ধারণা করছেন তারা।

অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য দাউদকান্দি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশের একটি দল কাজ করছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত