দুর্নীতির মামলায় টেকনাফের সাবেক চেয়ারম্যানের স্ত্রীর কারাদণ্ড

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১৭: ৪৭

দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের দায়ে কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমদের স্ত্রী আমেনা খাতুনকে তিন বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অবৈধ সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, ২০১৭ সালে সম্পদ বিবরণীতে তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমেনা খাতুনের বিরুদ্ধে মামলা হয়। তদন্তে তার ঘোষিত সম্পদের বাইরে ২৬ লাখ টাকার সম্পদ গোপন এবং ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মেলে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আমেনার স্বামী জাফর আহমেদ আওয়ামী লীগের স্থগিত টেকনাফ উপজেলা কমিটির সহ-সভাপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তিনি সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত