কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত–এনসিপি জোটের প্রার্থী, এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোফাজ্জল হোসেন।
মঙ্গলবার সকালে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন।
মনোনয়ন প্রত্যাহারের পর মোফাজ্জল হোসেন বলেন, ‘১০ দলীয় জোটের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হওয়ায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি আজ হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে আমার মনোনয়ন প্রত্যাহার করছি। এ দেশে হাসনাতদের মতো নেতৃত্ব না থাকলে গণতন্ত্রের পরিবেশ তৈরি হতো না। তিনি একজন যোগ্য প্রার্থী।’
তিনি আরও বলেন, ‘দেবিদ্বার আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে হাসনাতকে মনোনীত করা হয়েছে। তাই দলের সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আমরা আগামী ১২ তারিখ ‘শাপলা কলি’ মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করব ইনশাআল্লাহ।’
এ সময় দেবিদ্বার আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ানো জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম শহিদসহ জামায়াত, বাংলাদেশ খেলাফত মজলিস ও এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

