আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রবাসী ভোটার নিবন্ধনে দেশ সেরা কুমিল্লা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

প্রবাসী ভোটার নিবন্ধনে দেশ সেরা কুমিল্লা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিভিন্ন দেশে অবস্থানরত কুমিল্লা জেলায় ৫৪ হাজার ৫৪৫ জন প্রবাসী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। ৬৪ জেলার মধ্যে কুমিল্লা এখনো পর্যন্ত ভোটার নিবন্ধনে প্রথম স্থানে অবস্থান করছে। ২য় অবস্থানে রয়েছে ঢাকা জেলা। বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে তারা নিবন্ধন করেছেন।

বিজ্ঞাপন

শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের ওয়েব সাইট থেকে এই তথ্য জানা গেছে। এছাড়া দেশে অবস্থানকারী বিভিন্ন সরকারি কর্মকর্তা ২ হাজার ৭৯৬ জন ভোটার নিবন্ধন করেছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার ৫৪ হাজার ৫৪৫ জন প্রবাসী নিবন্ধনের জন্য আবেদন করেছেন। এর মধ্যে পুরুষ ৫২ হাজার ৮৩৫ জন ও মহিলা ১ হাজার ৭১০ জন। অনুমোদন হয়েছে ৮ হাজার ৭শ ৫৫জন। নির্বাচন কমিশন সূত্র জানায়, এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

সৌদি আরব,যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ,দুবাই ,জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, ইউরোপ আমেরিকার দেশ থেকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুমিল্লা ১১ টি আসনে ভোটার সংখ্যা ৪৯ লাখ ৯২ হাজার ৫৭৩ জন । এর মধ্যে পুরুষ ভোটার ২৫ লাখ ৭৩ হাজার ৫৬৪ জন , মহিলা ভোটার ২৪ লাখ ১৮ হাজার ৯৭৯ জন , হিজড়া ভোটার ৩০ জন ।

জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলায় প্রবাসীর সংখ্যা অনেক বেশি । ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ৭ লাখ ৬৪ হাজার কর্মী এই জেলা থেকে বিদেশে গেছেন, যা দেশ থেকে যাওয়া মোট কর্মীর প্রায় ৯%। এটি দেশের সবচেয়ে বেশি প্রবাসী প্রেরণকারী জেলাগুলোর মধ্যে অন্যতম, এবং প্রবাসীরা প্রতি মাসে গড়ে প্রায় ১০০ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠায়। ২০২৪ সালের একটি সূচকে দেখা গেছে, কুমিল্লা থেকে গত এক বছরে প্রবাসে গেছে ৯২ হাজার ১০০ জন।

কুমিল্লা -৪ আসনের দুবাই প্রবাসী দেবিদ্বার এলাকার মনির হোসেন পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন। টেলিফোনে তিনি জানান, গত তিনটি নির্বাচনে দেশে থেকেও ভোট দিতে পারি নাই । এজন্য এবার দেশের বাইরে থেকেও ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছি । আশা করছি এবার নির্বাচন কমিশন দেশের সুষ্ঠু একটি ভোট উপহার দেবে । আমরা নির্দিষ্ট সময়ে ভোট দিয়ে পোস্টাল ব্যালাটে নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দেব । প্রবাসীরা এবার খুব আনন্দিত ভোট দিতে পারবে বলে।

প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া ও প্রচারাভিযান সম্পর্কে জানতে চাইলে কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান দৈনিক আমার দেশকে জানান, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। নির্বাচনের দিন বিকাল সাড়ে চারটায় আসন ভিত্তিক পোস্টাল ব্যালট গুলো গণনা করা হবে ।

কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান দৈনিক আমার দেশকে বলেন, আরো তিন দিন সময় আছে । আমরা আশা করছি । ৬০ থেকে ৭০ হাজার ভোটার নিবন্ধন করবে ভোটার অ্যাপসে । এই প্রক্রিয়ার জন্য ভোটারদের ঠিকানায় তিনটি খাম দেওয়া হবে । যে পরিমাণ ভোটার নিবন্ধন হয়েছে । প্রতিটি আসনে এটা ফলাফলের ক্ষেত্রে একটা ফেক্টর হতে পারে । যদি সবাই ফিরতি খামে প্রদান করে থাকে ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন