বাপ চোরের খনি আর হাসিনা আবিষ্কার করেছে ডাকাতের খনি

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১: ১২

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান বলেছিলেন, সবাই পেয়েছেন সোনার খনি, তেলের খনি, আর আমি পেয়েছি চোরের খনি।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি চোরের খনির মাধ্যমে শুরু হয়েছে। ৭৩ সালে ভোট চুরির নির্বাচন হয়েছে। ভোট চুরি দিয়েই রাজনীতি শুরু। সম্পদ চুরি করে চোরের খনির মাধ্যমে সরকার গঠিত হয়েছে। বাপ চোরের খনি আবিষ্কার করেছিল, আর তার মেয়ে হাসিনা আবিষ্কার করেছে ডাকাতের খনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার ও পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখা শহরের লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করে।

আশরাফ আলী আকন বলেন, জনগণের টাকা, কৃষক-শ্রমিকের টাকা লুট করে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। হাসিনার একজন পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হয়েছেন। আপনাদের ক্ষমতার স্বপ্ন-স্বাদ এই দেশের সর্বস্তরের জনগণ ভেঙে চুরমার করে দেবে।

তিনি আরও বলেন, তিনটি মৌলিক জিনিস বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, গণঅধিকার, এবি পার্টিসহ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ৫৩ বছরে যে জঞ্জাল তৈরি হয়েছে, যারা বাংলাদেশকে একটি জঙ্গল রাষ্ট্রে পরিণত করেছে, এই জঙ্গল পরিষ্কার করে আমরা একটি সুখী-সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।

জেলা ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. ইমরান হোসাইন নুর এবং ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি জেনারেল কেএম বিল্লাল হোসাইন।

মাওলানা ইউসুফ আল মাহমুদের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এআর হাফিজ উল্লাহ, ইসলামী আন্দোলন জেলা শাখার সহ-সভাপতি মহিউদ্দিন, খেলাফত মজলিসের জেলা সভাপতি লোকমান হোসাইন, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি নূর মোহাম্মদ, ইসলামী আন্দোলনের জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লোকমান হোসাইন, হেফাজতে ইসলাম জেলা প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম, শ্রমিক আন্দোলন জেলা সভাপতি নাসির আহমেদ, যুব আন্দোলন জেলা সভাপতি মোখলেসুর রহমান এবং ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাম্মদ ইউনুস খান প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত