চট্টগ্রামে তিনজনের শরীরে করোনা শনাক্ত

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ জুন ২০২৫, ১৯: ৫০
করোনা

ঢাকার পরে এবার চট্টগ্রাম নগরে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। গত দু’দিনে তিনজন রোগী শনাক্ত হয়। তবে করোনার কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত তা নিশ্চিত করতে পারেনি সিভিল সার্জন কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সোমবার চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়। তার মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের একজনের বয়স ৭৫ বছর ও অন্যজনের ৫৫ বছর।

এর আগে, মঙ্গলবার চট্টগ্রামের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ৩০ বছর বয়সী এক মহিলার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত তিনজনই নগরীর বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত