আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী- ৪ (সদর-সুবর্ণচর) আসনে বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার দুপুর দুইটার সময় জেলা প্রশাসনে নিজে উপস্থিত হয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান, নোয়াখালী পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আবু নাসের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

