উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা ‘হযরত আবদুস সমদ শাহ সড়ক’ খোঁড়াখুঁড়ি করেই পলাতক রয়েছেন ঠিকাদার। যার ফলে দুই বছর ধরে ভোগান্তিতে পড়েছেন দুই গ্রামের ১০ হাজার মানুষ।
উপজেলা প্রকৌশলী মো. জাহেদু আলম জানান, ঐ ঠিকাদারকে বারবার বলার পরও কাজ করতেছে না। আমরা তার কাজটি বাতিল করার জন্য চিঠি দিয়েছি। কাজটি অন্য ঠিকাদারকে দিয়ে করানো হবে।
জানা যায়, ২০২৩ সালে রায়পুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড উত্তর সরেঙ্গা হযরত আবদুস সমদ শাহ সড়ক সংস্কারের টেন্ডার আহ্বান করা হয়। অন্যান্য প্রক্রিয়া শেষে স্থানীয় ঠিকাদার মোহাম্মদ ইব্রাহিমকে কার্যাদেশ দেওয়া হয়। ২ হাজার ৮৮ মিটার দৈর্ঘ্যের এ সড়কের জন্য বরাদ্দ দেওয়া হয় ১ কোটি ২৩ লাখ টাকা। এরমধ্যে ৮৫০ মিটার কার্পেটিং কাজ শেষ করেন ঠিকাদার। আর ১ হাজার ২৩৮ মিটার খনন করে বিভিন্ন সমস্যা দেখিয়ে কাজ বন্ধ রেখেছেন।
সরেজমিন দেখা যায়, ১ হাজার ২৩৮ মিটার রাস্তার মাটি খুঁড়ে কাজ বন্ধ রেখেছেন ঠিকাদার। বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন অংশে কাদাপানিতে একাকার হয়ে গেছে। সেই হাঁটু সমান কাদা আর পানি মাড়িয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ এলাকাবাসী। ব্যস্ততম ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগের মাত্রা যেন আরও বেড়েছে।
জানতে চাইলে ঠিকাদার মো. ইব্রাহিম বলেন, বৃষ্টির কারণে কাজ করতে পারছি না। তবে শিগগিরই কাজ শুরু করব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, বর্ষায় জনদুর্ভোগ খুবই কষ্টের, এ সড়কের কাজ দ্রুত শেষ করতে উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছ। প্রয়োজনে এই ঠিকাদারের কাজ বাতিল করে অন্য ঠিকাদার দিয়ে করানো হবে।
চট্টগ্রামের আনোয়ারায় রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা ‘হযরত আবদুস সমদ শাহ সড়ক’ খোঁড়াখুঁড়ি করেই পলাতক রয়েছেন ঠিকাদার। যার ফলে দুই বছর ধরে ভোগান্তিতে পড়েছেন দুই গ্রামের ১০ হাজার মানুষ।
উপজেলা প্রকৌশলী মো. জাহেদু আলম জানান, ঐ ঠিকাদারকে বারবার বলার পরও কাজ করতেছে না। আমরা তার কাজটি বাতিল করার জন্য চিঠি দিয়েছি। কাজটি অন্য ঠিকাদারকে দিয়ে করানো হবে।
জানা যায়, ২০২৩ সালে রায়পুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড উত্তর সরেঙ্গা হযরত আবদুস সমদ শাহ সড়ক সংস্কারের টেন্ডার আহ্বান করা হয়। অন্যান্য প্রক্রিয়া শেষে স্থানীয় ঠিকাদার মোহাম্মদ ইব্রাহিমকে কার্যাদেশ দেওয়া হয়। ২ হাজার ৮৮ মিটার দৈর্ঘ্যের এ সড়কের জন্য বরাদ্দ দেওয়া হয় ১ কোটি ২৩ লাখ টাকা। এরমধ্যে ৮৫০ মিটার কার্পেটিং কাজ শেষ করেন ঠিকাদার। আর ১ হাজার ২৩৮ মিটার খনন করে বিভিন্ন সমস্যা দেখিয়ে কাজ বন্ধ রেখেছেন।
সরেজমিন দেখা যায়, ১ হাজার ২৩৮ মিটার রাস্তার মাটি খুঁড়ে কাজ বন্ধ রেখেছেন ঠিকাদার। বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন অংশে কাদাপানিতে একাকার হয়ে গেছে। সেই হাঁটু সমান কাদা আর পানি মাড়িয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ এলাকাবাসী। ব্যস্ততম ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগের মাত্রা যেন আরও বেড়েছে।
জানতে চাইলে ঠিকাদার মো. ইব্রাহিম বলেন, বৃষ্টির কারণে কাজ করতে পারছি না। তবে শিগগিরই কাজ শুরু করব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, বর্ষায় জনদুর্ভোগ খুবই কষ্টের, এ সড়কের কাজ দ্রুত শেষ করতে উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছ। প্রয়োজনে এই ঠিকাদারের কাজ বাতিল করে অন্য ঠিকাদার দিয়ে করানো হবে।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
১ ঘণ্টা আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
২ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
২ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
৩ ঘণ্টা আগে